For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকার মদতপুষ্ট হ্যাকাররা ভারতের ৫০০ জনের গুগল অ্যাকাউন্ট হ্যাক করেছে

সরকার মদতপুষ্ট হ্যাকাররা ভারতের ৫০০ জনের গুগল অ্যাকাউন্ট হ্যাক করেছে

Google Oneindia Bengali News

‌এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৪৯টি দেশের ব্যবহারকারীদের গুগল থ্রেট অ্যানালাইসিস গ্রুপের (‌ট্যাগ)‌ থেকে ১২ হাজার সতর্কতা পাঠানো হয়। এই সতর্কতায় বলা ছিল যে সরকার মদতপুষ্ট কিছু সংস্থা তাদের ফোনে আড়ি পাতার চেষ্টা করছে। গুগলের ট্যাগ ক্রমাগত এর বিরুদ্ধে কাজ করে চলেছে এবং গুগল ও তার ব্যবহারকারীরা সরকার সমর্থিত হ্যাকিংয়ের বিরুদ্ধে।

সরকার মদতপুষ্ট হ্যাকাররা ভারতের ৫০০ জনের গুগল অ্যাকাউন্ট হ্যাক করেছে


বিশ্বজুড়ে পাঠানো সতর্কতার চিত্র অনুসারে, ভারতের ৫০০ জন ব্যবহারকারীকে হ্যাকিংয়ের নিশানা বানিয়েছিল সরকার সমর্থিত হামলাকারী। ট্যাগের এক সদস্য শেন হান্টলের ব্লগপোস্ট দেখে জানা গিয়েছে যে সংখ্যক ব্যবহারকারীর ফোনে আড়ি পাতা হয়েছে, ২০১৭ এবং ২০১৮ সালেও সংখ্যাটা এক রয়েছে। আমেরিকা, পাকিস্তান, ভিয়েতনাম, লায়োস এবং দক্ষিণ কোরিয়াতে হাজারেরও বেশি সরকার সমর্থিত নজরদারি সংস্থা ব্যবহারকারীদের ফোনে আড়ি পেতেছিল।

অন্যদিকে কানাডা, সৌদি আরব, ইরান, তুরস্ক, ইজিপ্ট, জাপান, নাইজেরিয়া, বাংলাদেশের মতো দেশে ৫০০টি সরকার সমর্থিত হামলাকারি ব্যবহারকারীদের ফোনে নজরদারি করছিল। ট্যাগ ইতিমধ্যেই ৫০টি দেশের ২৭০টি সরকার মদতপুষ্ট হ্যাকারের সন্ধান পেয়েছে। শেন তাঁর ব্লগে বলেছেন, '‌এই সব হ্যাকারদের অনেক উদ্দেশ্য থাকে। ব্যবহারকারীদের তথ্য চুরি করা যার মধ্যে অন্যতম। ব্যবহারকারীরা যাতে কোনওভাবেই হ্যাকিংয়ের শিকার না হন তার জন্য আমরা গুগল পরিকাঠামোকে আরও সুরক্ষিত করে তুলছি প্রতিনিয়ত।’‌

জানা গিয়েছে, ৯০ শতাংশ ব্যবহারকারীকে লক্ষ্য করে '‌সন্দেহজনক শংসাপত্রের ইমেল’‌ পাঠানো হয়েছে। এর মধ্যে অধিকাংশ ই–মেলের মধ্য দিয়েই ব্যবহারকারীর পাসওয়ার্ড সহ অ্যাকাউন্টের তথ্য চলে যাচ্ছে হ্যাকারের কাছে। গুগলের মতে, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক প্রচারকরা উচ্চ–ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন। শেন বলেন, '‌আমরা উচ্চ–ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের উৎসাহ দিচ্ছি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদের অ্যাডভান্স প্রোটেকশন প্রোগ্রামে (‌অ্যাপ)‌ নথিভুক্ত করুক, এটি একটি হার্ডওয়্যার সুরক্ষার চাবি এবং যা হ্যকিং ও আড়ি পাতার ক্ষেত্রে জোরদার সুরক্ষা দেবে। উচ্চ–ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টের জন্যই এই অ্যাপ তৈরি করা হয়েছে।’‌

English summary
government hackers hacked 500 google accounts in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X