For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সেনার শহিদদের সন্তানদের পড়াশোনার খরচ দেবে কেন্দ্র

যুদ্ধক্ষেত্রের লডা়ইয়ে দেশের জন্য শহিদ সেনাদের সন্তানদের পড়াশোনার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার।

  • |
Google Oneindia Bengali News

যুদ্ধক্ষেত্রের লডা়ইয়ে দেশের জন্য শহিদ সেনাদের সন্তানদের পড়াশোনার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। এর আগে শহিদদের সন্তানদের পড়াশোনা খরচ বাবদ সরকারের তরফে দেওয়া হত মাসিক ১০ হাজার টাকা পর্যন্ত। এবার থেকে সেই অর্থসীমা বাড়িয়ে , শহিদ সন্তানদের পুরো খরচই বহন করবে কেন্দ্র।

ভারতীয় সেনার শহিদদের সন্তানদের পড়াশোনার খরচ দেবে কেন্দ্র

কেন্দ্রের এই নয়া নিয়মের আওতায় আসছে সশস্ত্র সেনা বাহিনীর আধিকারীক ও যাঁরা আধিকারিক নন তাঁদের পরিবার। কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, দেশর জন্য লড়তে গিয়ে সেনা বাহিনীর যে সমস্ত সদস্য নিখোঁজ, কিংবা শহিদ হয়েছেন, বা যুদ্ধে কোনওভাবে অক্ষম, তাঁদের সন্তানদের এই সমস্ত দায়িত্ব এবার থেকে কেন্দ্রের।

ভারতীয় সেনার শহিদদের সন্তানদের পড়াশোনার খরচ দেবে কেন্দ্র

বিষয়টি সম্পর্কে সকলকে অবহিত করে একটি টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তবে , প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, এই খরচ তাঁরাই পাবে, যে সমস্ত সেনা জওয়ানদের বা আধিকারিকদের সন্তানরা সৈনিক স্কুলে পড়ে। শুধু তাই নয়, যে সেনা কর্মীদের সন্তানরা রাজ্য সরকারি ও কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, তাঁরাও এই নয়া নিয়মের আওতায় থাকবেন। তবে, যে সমস্ত শহিদ সেনানীদের সন্তানরা বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশুনা করছে,তারা এই প্রকল্পের আওতায় থাকবে না।

English summary
Government to fully fund Education for the Children of Indian army martyrs .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X