For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাম্বিয়ায় ৬৬টি শিশু মৃত্যুর কারণ ভারতীয় সিরাপ! হুয়ের রিপোর্টের পরেই প্যানেল গঠন কেন্দ্রের

গাম্বিয়ায় ৬৬টি শিশু মৃত্যুতে ভারতীয় সিরাপের যোগে হুয়ের রিপোর্টের তদন্ত কমিটি গঠন করল কেন্দ্র

Google Oneindia Bengali News

গাম্বিয়ায় ৬৬টি শিশুর মৃত্যুর কারণ হতে পারে ভারতে তৈরি চারটি কাফসিরাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে সতর্কতা পাওয়ার পরেই বুধবার কেন্দ্রীয় সরকার চার বিশেষজ্ঞের একটি প্যানেল তৈরি করেছে। ভারতে তৈরি চারটি কাফসিরাপের বিরুদ্ধে যে রিপোর্ট পাওয়া গিয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার ভিত্তিতে পরীক্ষা ও বিশ্লেষণ করবে। তারপরে সেই রিপোর্ট ড্রাগস কন্ট্রোলার জেনারেলের কাছে পাঠানো হবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য।

গাম্বিয়ায় ৬৬টি শিশু মৃত্যুর কারণ ভারতীয় সিরাপ! হুয়ের রিপোর্টের পরেই প্যানেল গঠন কেন্দ্রের

হরিয়ানা সরকার মেডেন ফার্মাসিউটিক্যালসের সোনিপাত ইউনিটে ওষুধ উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছে। হুয়ের তরফে মনে করা হচ্ছে গাম্বিয়ার ৬৬ জন শিশুর মৃত্যুর কারণ ভারতে তৈরি চারটি কাশির ওষুধ। এরপরেই কেন্দ্র সরকার প্যানেল গঠনের সিদ্ধান্ত নেয়। চার কমিটির ওই প্যালেনে রয়েছেন ওয়াই কে গুপ্তা। মেডিসিনের স্টান্ডিং ন্যাশনাল কমিটির তিনি ভাইস চেয়ারম্যান। এছাড়াও রয়েছেন চিকিৎসক প্রজ্ঞা ডি যাদব, চিকিৎসক আরতি বাহল, এবং একে প্রধান। সরকারি সূত্রে জানা গিয়েছে, হু সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনকে ২৯ সেপ্টেম্বর ভারতে তৈরি কাশির সিরাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। জানিয়েছিল, ওই কাশির সিরাপগুলোর গাম্বিয়ায় ৬৬টি শিশুর মৃত্যুর সম্ভাব্য কারণ।

হুয়ের তরফে পাঠানো সতর্কতায় জানানো হয়েছিল, চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, সেখানে অস্বাভাবিক বেশি মাত্রায় ইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে। হুয়ের তরফে বার্তা পাওয়ার পরেই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন হরিয়ানার রেগুলেটরি অথরিটির সঙ্গে যোগাযোগ করে। হরিয়ানার রেগুলটরি অথরিটির অধীনেই ড্রাগ উৎপাদন ইউনিটটি রয়েছে। তারপরেই তদন্ত শুরু হয় বলে জানা গিয়েছে।

সাংবাদিক সম্মেলন করেন হু প্রধান টেড্রস অ্যাডানম। সেখানে তিনি ভারতে তৈরি চারটি সিরাপের উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, অন্যান্য দেশেও এই চারটি সিরাপ ব্যবহার করা হতে পারে। সাংবাদিক সম্মেলনে অ্যাডানম বলেন, হু ২৩টি নমুনা পরীক্ষা করে। সেখানে চারটিতে অস্বাভাবিক পরিমাণে ইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে শিশু মৃত্যুর সঙ্গে সিরাপগুলোর যুক্ত থাকার একটি বিস্তারিত রিপোর্ট দেওয়ার আবেদন করা হয়। যদিও হু এখনও সেই রিপোর্ট দেয়নি বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ১১ অক্টোবর হু সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনকে পণ্যের নুমনার পরীক্ষার ফলাফল বিস্তারিতভাবে পাঠিয়েছে। পাশাপাশি হুয়ের তরফে জানানো হয়েছে, শিশু মৃত্যুর সঙ্গে চারটি সিরাপের যোগের তদন্ত এখনও চলছে। হরিয়ানা সরকার ইতিধ্যে সংস্থাকে উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে।

English summary
Four member committee form to study WHO report on death of 66 Gambia children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X