For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সমালোচনায় একসঙ্গে জওয়ান ও কাশ্মীরিদের তুলনা! রাজ্যে সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন মেহবুবার

সুযোগ পেতেই বিজেপির সমালোচনায় সরব হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। রাজ্যে ৩৭০ ধারা বাতিলের সময় থেকে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সুযোগ পেতেই বিজেপির সমালোচনায় সরব হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। রাজ্যে ৩৭০ ধারা বাতিলের সময় থেকে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বিজেপির সমালোচনা করে তিনি বলেছেন, জওয়ানদের বলিদানকে হাইজ্যাক করে ভোটের কাজে ব্যবহার করেছে তারা। পাশাপাশি তাঁর অভিযোগ, জওয়ান কিংবা কাশ্মীরি সরকার কাউকেই পাত্তা দেয় না।

বিজেপির সমালোচনায় একসঙ্গে জওয়ান ও কাশ্মীরিদের তুলনা! রাজ্যে সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন মেহবুবার

মুফতির এই বক্তব্য তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। সম্ভবত তাঁর কন্যা ইলতিজার অধীনে রয়েছে সেটি।

মেহবুবার প্রশ্ন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে, তাহলে কাশ্মীরে কেন ৯ লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, সংঘর্ষ থামানো নয়, সেনার প্রাথমিক কাজ হল সীমান্তে পাহাড়া দেওয়া।

পরে অপর একটি টুইটে তিনি বলেছেন, বিজেপি জওয়ানদের ব্যবহার করেছে। তাঁদের বলিদানকে হাইজ্যাক করে ভোটের কাজে ব্যবহার করেছে। শাসকদল জওয়ান কিংবা কাশ্মীরি সরকার কাউকেই পাত্তা দেয় না। মন্তব্য করেছেন মেহবুবার।

কাশ্মীরের পিডিপি ৩৭০ ধারা নিয়ে সরকারকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। এই ৩৭০ ধারার মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। এদিকে এদিনই কাশ্মীরে পর্যটকদের ওপর থেকে সেখানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

[ স্বাস্থ্য সূচকে উন্নতি নিয়ে প্রশ্ন! ২০% টাকা হারাতে চলেছে বাংলা, তালিকায় ২ বিজেপি শাসিত রাজ্য][ স্বাস্থ্য সূচকে উন্নতি নিয়ে প্রশ্ন! ২০% টাকা হারাতে চলেছে বাংলা, তালিকায় ২ বিজেপি শাসিত রাজ্য]

[ ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মুখে শিবসেনার ঘরে বড় ভাঙন! তোলপাড় মারাঠি রাজনীতি ][ ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মুখে শিবসেনার ঘরে বড় ভাঙন! তোলপাড় মারাঠি রাজনীতি ]

English summary
Government does not care about jawans or kashmiries, alleged Mehbooba Mufti. She also accused BJP of using jawan card and hijacking their sacrificing to get votes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X