For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বল্প সঞ্চয়ে কমছে সুদের হার, কোপ পিপিএফ, এনএসসির মতো স্কিমে

স্বল্প সঞ্চয়ের সুদের হারে আবারও কোপ বসাল কেন্দ্র। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ও এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর মতো স্কিমে ২০ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়।

  • |
Google Oneindia Bengali News

স্বল্প সঞ্চয়ের সুদের হারে আবারও কোপ বসাল কেন্দ্র। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ও এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর মতো স্কিমে ২০ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এরফলে ,পিপিএফ, এনএসসি, কিষাণ বিকাশ ও সুকন্যা সম্বৃদ্ধি প্রকল্পে সুদের হার কমল ০.২ শতাংশ ।

স্বল্প সঞ্চয়ে কমছে সুদের হার, কোপ পিপিএফ, এনএসসির মতো স্কিমে

তবে সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিকদের ৫ বছরের সেভিং স্কিমে রেট রাখা হয়েছে ৮.৩ শতাংশ শুধুমাত্র ১ লা জানুয়ারি ২০১৮ থেকে ৩ আগামী মাসের জন্য। গত বছর থেকেই স্বল্প সঞ্চয়ে সুদের হার নিয়ে বার বারই নানা পরিবর্তন তথা পর্যালোচনা করেছে কেন্দ্র। অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারে সুদের হার একইরকম বজায় রাখা হয়। অর্থমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র ও সুকন্যা সমৃদ্ধি স্কিমে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এনএসসি ও পিপিএফে সুদের হার কমে হচ্ছে ৭.৬ শতাংশ। কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে তা কমে হচ্ছে ৭.৩ শতাংশ। এবং সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার কমে হচ্ছে ৮.১ শতাংশ।

স্বল্প সঞ্চয়ে সুদের হার কমবার পাশাপাশি স্টেট ব্যাঙ্কের মতো একের পর এক ব্যাঙ্কে ফিক্স ডিপোসিট-এ সুদের হার কমানোর ঘটনায় নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এরওপর আবার এই নয়া খাঁড়া সঞ্চয়ের ওপর পড়ায় তা বিপত্তি আরও বাড়াতে চলেছে। উল্লেখ্য, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ৮.৬৫ শতাংশ।

English summary
The government on Wednesday trimmed interest rates on small savings schemes such as National Savings Certificate (NSC) and Public Provident Fund (PPF) by 20 basis points but spared senior citizens. One hundred basis points equals one percentage point.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X