For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে ওষুধ তৈরিতে ভারতের নজরে কোন বিশেষ 'উদ্ভিদ'! মোদী সরকারের গবেষণার তৎপরতা শুরু

করোনা যুদ্ধে ওষুধ তৈরিতে ভারতের নজরে কোন বিশেষ 'উদ্ভিদ'! মোদী সরকারের গবেষণার তৎপরতা শুরু

  • |
Google Oneindia Bengali News

করোনা রুখে দিতে পারে এমন এক ভ্যাকসিনের খোঁজে গোটা বিশ্ব। সমান তালে ভ্যাকসিনের গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। অন্যদিকে মৃত্যু মিছিল থেমে থাকছে না করোনার জেরে। এমন পরিস্থিতিতে ভারত সরকারের তরফে নেওয়া হল অন্য এক উদ্যোগ।

 হাইড্রোক্সিক্লোরোকুইনের পরিবর্তে....

হাইড্রোক্সিক্লোরোকুইনের পরিবর্তে....

করোনা রুখতে হাইড্রোক্সিক্লোরোকুইনের পরিবর্তে অন্য একটি গাছের দিকে নজর দিতে শুরু করেছে ভারত। নরেন্দ্র মোদী সরকার এবার সেই গাছকে নিয়ে গবেষণার ক্ষেত্রে উৎসাহ প্রদান করছে। মনে করা হচ্ছে, কোভিড মোকাবিলায় এই গাছই মারণ রোগকে রুখে দিতে পারে।

 কোন গাছের দিকে নজর

কোন গাছের দিকে নজর

অশ্বগন্ধা গাছকে নিয়ে ভারতে গবেষণা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, হাইড্রোক্সিক্লোরোকুইনের পরিবর্তে এই গাছ কোভিড ১৯ মোকাবিলায় বেশি ক্ষমকা রাখে। কন্দ্রে আয়ুশ মন্ত্রকের সঙ্গে ইউজিসি, স্বাস্থ্যমন্ত্রক ও আইসিএমএর একযোগে উদ্যোগ নিচ্ছে।

 কোন উদ্দেশ্য?

কোন উদ্দেশ্য?

দেখা হচ্ছে, অশ্বগন্ধা মূলত হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো কাজ করতে পারে কী না? অশ্বগন্ধার মধ্যে কোন কোন গুণ রয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে সরকারি মেডিক্যাল টিম।

কেন অশ্বগন্ধা?

কেন অশ্বগন্ধা?

অশ্বগন্ধা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এই কারণে এর ওষধি গুণ অনেক বেশি। আর সেই প্রেক্ষাপটকে সামনে নিয়েই এবার এগোতে চাইছে মোদী সরকার। জানা গিয়েছে স্বাস্থ্যকর্মীদেরও এবার এই ওষুধ দেওয়া শুরু হবে। পাশপাাশি নজর রাখা হবে তাঁদের শারীরিক পরিস্থিতির ওপর।

করোনার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াইকে কুর্নিশ বিল গেটসের! কী বললেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা?করোনার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াইকে কুর্নিশ বিল গেটসের! কী বললেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা?

English summary
Government begins study on ashwagandha to see wheeather the herb can cure Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X