For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০: কৃষিক্ষেত্রকে চাঙ্গা করতে ১৫ লাখ কোটি টাকা বরাদ্দ

দীর্ঘতম বাজেট বক্তৃতা করেছেন মোদী সরকার। যাকে দিশাহীন বাজেট বলে আক্রমণ করেছে বিরোধীরা।

Google Oneindia Bengali News

দীর্ঘতম বাজেট বক্তৃতা করেছেন মোদী সরকার। যাকে দিশাহীন বাজেট বলে আক্রমণ করেছে বিরোধীরা। কিন্তু মোদী সরকার প্রথম থেকেই সুর্নিষ্ট কয়েকটি বিভােগ বাড়তি নজর দিয়েছে। যার মধ্যে অন্যতম ছিল কৃষিক্ষেত্র। মোদী সরকার কৃষিক্ষেত্রে ১৫ লাখ কোটি টাকা বরাদ্দ করেছে।

 কৃষকদের আয় বৃদ্ধি

কৃষকদের আয় বৃদ্ধি

২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন মোদী সরকার। কিন্তু কী উপায়েই সেই আয় বৃদ্ধি ঘটবে তার কোনও দিশা ছিল না বাজেটে। ১৬ পয়েন্টের কৃষক উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় প্রায় সাড়ে ৬ লাখ কৃষককে আনার কথা ঘোষণা করেছেন তিনি। নাবার্ড রিফিনান্স প্রকল্পের আওতার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জলসেচে বিশেষ নজর

জলসেচে বিশেষ নজর

১০০টি খরা প্রবণ জেলাকে চিহ্নিত করে সেখানকার কৃষকদের সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ২০ লাখ কৃষককে সোলার পাম্প কেনার জন্য আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেছে মোদী সরকার। এতে একদিকে যেমন কৃষকরা জলসেচে স্বনির্ভর হবে ঠিক একইভাবে অতিরিক্ত সৌরবিদ্যুৎ উৎপাদন করে বিক্রি করে আয় বাড়াতে পারবেন তাঁরা।

 কৃষি পন্যের জন্য বিশেষ ট্রেন ও উড়ান

কৃষি পন্যের জন্য বিশেষ ট্রেন ও উড়ান

কৃষকরা যাতে সহজে তাঁদের সমগ্রি এর রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে পারেন সেজন্য কিষাণ রেল চালুর কথা ঘোষণা করা হয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলির কৃষিজ সামগ্রি পৌঁছে দেওয়ার জন্য কৃষাণ উড়ান পরিষেবাও চালু করা হবে। এছাড়া গ্রামে গ্রামে ফসলেত মজুত ঘর তৈরি করা হবে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মৎস্যচাষিদের জন্য
‘সাগরমিত্র' নামে একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে।

English summary
Government announce 15 Lakh credit limit for agriculture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X