For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেসরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে করমুক্ত গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা

বেসরকারি সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সিলিং ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ হতে চলেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া সংশোধনী বিলকে ছাড়পত্র

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

বেসরকারি চাকুরিজীবীদের জন্য সুখবর বয়ে আনল নরেন্দ্র মোদী সরকার। বেসরকারি সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সিলিং ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ হতে চলেছে। গ্র্যাচুইটি সিলিংয়ে সংশোধন করতে আগামী অধিবেশনেই পেমেন্ট অফ গ্র্যাচুইটি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৭ আনা হচ্ছে। বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই বিলকে অনুমোদন করেছে।

বেসরকারী কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে করমুক্ত গ্র্যাচুইটির উর্ধসীমা

যদিও সপ্তম পে কমিশন লাগু হওয়ার পরই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমাণ ২০ লক্ষ টাকা হয়েছে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে সর্বোচ্চ সীমা সেই ১০ লক্ষ টাকাই ছিল। সংসদের শীতকালীন অধিবেশনে নয়া সংশোধনী বিল পাশ হলেই বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে বলে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে।

বুধবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি ক্ষেত্রে শ্রমিক বা কর্মচারীদের বেতনবৃদ্ধি হলেও মূল্যবৃদ্ধিও সমানভাবেই হয়েছে। সেকথা মাথায় রেখেই এই সংশোধনী বিল সংসদে পেশ করা হবে। ১৭২ সালের গ্র্যাচুইটি সংশোধনী বিলের আওতায় যারা রয়েছেন, তাদের কথা ভেবেই এই সংশোধনী বিল তৈরি করা হয়েছে বলে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

English summary
To cope up with government employees, government clears Payment of Gratuity (Amendment) bill, 2017, now tax free gratuity ceiling will be doubled under new law
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X