For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল সরকারের বিরুদ্ধে ১৭৪ কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ গৌতম দেবের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

গৌতম দেব
কলকাতা, ১৭ ডিসেম্বর: ইদানীংকালে হিডকোতে সবচেয়ে বড় কেলেঙ্কারির অভিযোগ উঠল। জমি বিক্রি ঘিরে ১৭৪ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বলে তোপ দাগলেন সিপিএম নেতা তথা প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব। এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে জবাবদিহি চেয়েছেন তিনি।

গৌতমবাবুর অভিযোগ, নিয়ম ভেঙে 'রিজার্ভ প্রাইস'-এর থেকেও কম দামে জমি বিক্রি করা হয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে। একর পিছু জমির দাম সাড়ে সতেরো কোটি টাকা হওয়া সত্ত্বেও তা বিক্রি করা হয়েছে পাঁচ কোটি টাকা একর দরে। তৃণমূল কংগ্রেসের সরকার কীভাবে কোষাগারের এত বড় ক্ষতি মেনে নিল, তা জানতে চেয়েছেন গৌতমবাবু।

প্রসঙ্গত, এ ব্যাপারে ইতিমধ্যে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনে নালিশ ঠুকেছেন তৃণমূল কংগ্রেসেরই এক সাংসদ। এর জেরে মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন।
এদিকে, রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিমূলক কার্যকলাপের অভিযোগ এনে আগামী ৯ ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে বামফ্রন্ট। সারদা কেলেঙ্কারি, হিডকো কেলেঙ্কারি, টেট কেলেঙ্কারি ইত্যাদি নিয়ে ব্রিগেডে বাম নেতারা বিঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে। লোকসভা নির্বাচনের আগে এই সমাবেশ করে বামেরা নিজেদের শক্তিও পরীক্ষা করে নিতে চাইছে।

English summary
Goutam Deb accuses Trinamool Govt of scam worth Rs 174 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X