For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত - চিন সীমান্ত সমস্যা সমাধানে ডিডিএলজে নীতি নিয়েছে কেন্দ্র, মোদী সরকারকে দুষলেন কংগ্রেস মুখপাত্র

Google Oneindia Bengali News

ইন্দো-চিন সীমান্ত সংঘাত নিয়ে কেন্দ্রকে এক হাত নিল কংগ্রেস। কেন্দ্রকে নিশানা করে গৌরব গগৈ বললেন কেন্দ্র এই বিষয়টিকে সিনেমার মতো ভেবে নিয়েছে। আর সেভাবেই বিষয়টি নিয়ে কাজ করছে।

ভারত - চিন সীমান্ত সমস্যা সমাধানে ডিডিএলজে নীতি নিয়েছে কেন্দ্র, মোদী সরকারকে দুষলেন কংগ্রেস মুখপাত্র

ইন্দো-চিন সীমান্ত সংঘাতকে মোদী সরকার ডিডিএলজে নীতিতে নিয়ে এগোচ্ছে। কংগ্রেস নেতা গৌরব গগৈএমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন । কে না জানে ডিডিএলজে শাহরুখ খান এবং কাজল অভিনীত বিখ্যাত সুপারহিট ছবি। তবে গৌরব গগৈ-এর ডিডিএলজে একটু আলাদা।

গৌরব গগৈ-এর ডিডিএলজে হল বলেন, 'ডিনাই, ডিসট্র্যাক্ট,লাই, জাস্টিফাই'। কংগ্রেস নেতার মতে চিনকে নিয়ে সীমান্ত বিবাদ ইস্যুতে এভাবেই কাজ করছে মোদী সরকার। এই চার শব্দে অর্থ কী? গৌরব গগৈ ব্যখ্যা দিয়ে বলেছেন, 'না মেনে নেওয়া, নজর ঘুরিয়ে দেওয়া, মিথ্য়াচার, আর তাকে যুক্তিযুক্তি করা '। আর এই চার পদ্ধতিতেই চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত নিয়ে কাজ করছে মোদী সরকার, যার কোনও ফলাফল আসছে না। উলটে ভারতের চাপ বাড়ছে বই কমছে না। কংগ্রেস মুখপাত্র গৌরব গগৈ বলেন, ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে সরকারের ভাষা ।

কংগ্রেসের মুখপাত্র বলেন, যে ব্যক্তি একবার চিনকে চোখ রাঙিয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আজ চিনের নাম নিতেও ভয় পাচ্ছেন। "তাহলে অবাক হওয়ার কিছু নেই যে ইএএম জয়শঙ্কর এবং চিনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে ৭ জুলাই সর্বশেষ আলোচনার কোনও ফলাফল হয়নি।

তিনি আরও বলেন , "এটা স্পষ্ট যে চিনারা অতি-আক্রমনাত্মক হয়ে উঠছে। এদিকে আমাদের নেতৃত্ব তার 'DDLJ' কৌশলের অধীনে ভারতীয় জনগণকে প্রতারণা করে যাচ্ছে"। তিনি বলেন "যদিও বৈঠকের পর বিদেশ মন্ত্রকের বিবৃতিতে চিনকে 'বাকী সমস্ত অঞ্চল থেকে সরে যাবার কথা বলা হয়েছিল, কিন্তু চিনের বিবৃতিতে লাদাখের কোনও উল্লেখ নেই। এর মানে আসলে কোনও লাভ হয়নি ভারত চিন বৈঠকে। ওরা যা করার সেই কাজ করেই চলেছে।

কংগ্রেস নেতা বলেছেন "আমাদের প্রধানমন্ত্রী যদি লাদাখ সম্পর্কে ভারতের জনগণকে সত্য বলার সাহস দেখাতে না পারেন তবে আমাদের প্রতিপক্ষ কেন তা স্বীকার করবে?"

প্রসঙ্গত, ভারতের সঙ্গে চিনের দীর্ঘ দিন ধরে সীমান্ত নিয়ে সমস্যা চলছে। হাতাহাতি থেকে শুরু করে সম্মুখ সমর সবকিছুই হয়েছে। সীমান্তে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। মাঝে মাঝে সেই পরিস্থিতি থিতু হলেও পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হচ্ছে না। এ নিয়েই কেন্দ্রকে দুষেছে কংগ্রেস

English summary
central government is taking DDLJ policy to solve indo china border problem says gourav gogoi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X