For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেট দুনিয়ায় ঝড়, 'মিত্রঁ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে'

গুগল সার্চ-এ ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম খুঁজলে আসছে নরেন্দ্র মোদির ছবি। চর্চা নেট দুনিয়ায়।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

গুগল সব জানে। মনে যা নিয়েই প্রশ্ন থাকুক বিশ্বের এই সর্ববৃহত সার্চ ইঞ্জিনে গিয়ে খুঁজলেই সে জানিয়ে দেবে। বিজ্ঞাপনে এই দাবিই করে সংস্থাটি। দাবিটা অনেকাংশেই ঠিক হলেও মাঝে মাঝে এই সবজান্তারও মাথা বিগড়ে যায় তা বোঝা গেল এক অদ্ভুত ঘটনায়। গুগল সার্চ-এ ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম খুঁজলে যে ছবি আসছে তা দেখে চমকে উঠতেই হয়।

নেট দুনিয়ায় ঝড়, মিত্রঁ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে

তথ্যে অবশ্য কোনও ভুল নেই। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম দেওয়া আছে জওহরলাল নেহরু। দলের নাম, শাসনকাল, সব তথ্যই ঠিক থাকলেও ছবি দেখানো হচ্ছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই ভুলের কথা জানাজানি হতেই চর্চা শুরু হয়ে যায় ইন্টারনেটে। বিজেপি নেতা সমর্থকরা যেমন এই ভুলকেও মোদির সমর্থনে ব্য়বহার করেছেন, তেমনই মোদি বিরোধীরা এ নিয়ে যারপরনাই ক্ষুব্ধ।

কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা গুগল ও গুগল ইন্ডিয়াকে উদ্দেশ্য করে ট্যুইট করেন, 'কোন অ্যালগোরিদম্ এটা করল? আপনারা (ওয়েবসাইট) জাঙ্ক-এ ভর্তি।'

কংগ্রেস নেতা অশোক তনওয়ার বলেন,'আপনারাও কিভাবে মোদিজির ফাঁদে পড়ে গেলেন?'
অন্যদিকে বিজেপি নেতা সুরেশ গনপতির বক্তব্য মোদি হলেন এমন এক প্রধানমন্ত্রী যিনি 'ইন্ডিয়া ফার্স্ট' অর্থাৎ নিজের আগে দেশের কথা ভাবেন। গুগল নাকি এই ভুলের মধ্য দিয়ে সেটাই বলতে চেয়েছে। তিনি আরও বলেন, 'গুগল ভারতের ফার্স্ট আর বেস্ট প্রধানমন্ত্রীর মধ্যে গুলিয়ে ফেলেছে।'

নেট দুনিয়ায় ঝড়, মিত্রঁ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে

লেখক সলিল ত্রিপাঠী গুগলের এই ভুলকে কাজে লাগিয়ে নরান্দ্র মোদির আমলে গনমাধ্যমের স্বাধীনতার অবস্থাটা তুলে ধরেন। মোদির ভাষণের ধরণ নকল করে তিনি লেখেন, 'মিত্রঁ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? ' যেন প্রধানমন্ত্রীর এই প্রশ্নের জবাবে ভুল জেনেও গুগলের মোদি ছাড়া কারোর কথা বলার উপায় নেই।

আবার সাংবাদিক কুমার শক্তি শেখর গুগলকে 'গুগলবাবা' বলে সম্বোধন করে জানতে চেয়েছেন 'আপনার হলটা কি?'
এত চর্চা চললেও গুগল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অবস্থা সামাল দিতে তড়িঘড়ি তারা নরেন্দ্র মোদির ছবিটি সরিয়ে দিয়েছে। এখন ভারতের প্রধানমন্ত্রী কে, লিখে খুঁজলে কোনও ছবিই দেখা যাচ্ছে না।

English summary
Googles shows modi's picture when searched for India's first pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X