For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুঁজে দেখুন ধর্ষণের ঘটনা 'গুগল' অন্য রাজ্যেও দেখাবে : অখিলেশ যাদব

Google Oneindia Bengali News

খুঁজে দেখুন ধর্ষণের ঘটনা 'গুগল' অন্য রাজ্যেও দেখাবে : অখিলেশ যাদব
নয়াদিল্লি, ৪ জুন : একের পর এক উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে অখিলেশ সরকারকে। এবার সেই সমালোচনার জবাব দিয়ে দিলেন অখিলেশ। বললে, খুঁজে দেখুন 'গুগল' দেশজুড়ে এমন অনেক ঘটনার সন্ধান দেবে।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠায় রীতিমতো ক্ষুব্ধ অখিলেশ। বললেন, যখন ধর্ষণের মতো ঘটনা ঘটে, তখন মিডিয়া একেবার ঝাপিয়ে পড়ে। বহুল প্রচার পায় এধরণের ঘটনা। এই ধরণের ঘটনা শুধু উত্তরপ্রদেশে ঘটে না। আমি যদি আপনাদের পরিসংখ্যান দিতে চাই আপনারা বিশ্বাস করবেন না। তার থেকে এখন বরং গুগলের যুগ। অনলাইনে গিয়ে গুগল-এ খুঁজুন অন্য কোথায় কোথায় এরম ধরণের ঘটনা ঘটে।

উত্তরপ্রদেশের ঘটনায় মিডিয়ার দিকেই সরাসরি আঙুল তুললেন অখিলেশ। মিডিয়ার জন্যই এই ধরণের ঘটনা এত প্রচার পায় বলেও অভিযোগ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার উপরে তাঁর যুক্তি, বাদৌনের মতো যে কটি ঘটনা সামনে এসেছে প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। অথচ মিডিয়া সেই ঘটনার প্রচার করছে না। যেটুকু রাজ্যসরকারের এক্তিয়ারে রয়েছে বা যতটুকু করা সম্ভভ সবই করা হয়েছে বলেও দাবি তাঁর।

এদিকে রাজ্যের বাদৌনে কিছুদিন আগেই দুই কিশোরীকে গণধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই খবর দেশে শোরগোল ফেলে দেয়। বাদৌনের পর আজমগড়ে ১৭ বছরের তরুণীকে গণধর্ষণের ঘটনা সামনে এল। তার রেশ কাটতে না কাটতেই বরেলিতে ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণ করে তাকে অ্যাসিড খেতে বাধ্য করে দুর্বৃত্তরা। ওই তরুণী মারা যান। এর পর গতকালই ফের সামনে আসে আলিগড়ে মহিলা বিচারককে ধর্ষণের ঘটনা। একের পর এক ঘটনা উত্তরপ্রদেশে ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। তার উপর বাদৌনে মৃতাদের পরিবারকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

English summary
Google Search Will Show Rape Incidents in Other Places Too: Akhilesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X