For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে গুগলের বিরুদ্ধে নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের অভিযোগ, জরিমানা ৯৩৬ কোটি টাকা

ভারতে গুগলের বিরুদ্ধে নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের অভিযোগ, জরিমানা ৯৩৬ কোটি টাকা

Google Oneindia Bengali News

অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগলকে মঙ্গলবার ৯৩৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মার্কিন প্রযুক্তির এই সংস্থাটির বিরুদ্ধে সংস্থাটির পেমেন্ট অ্যাপ এবং ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেমের প্রচারের জন্য তার বাজারের অবস্থানের অপব্যবহার করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ঠিক চারদিন আগে অ্যানড্রয়েড মোবাইল ডিভাইস সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল গুগলকে। সেখানে ১,৩৩৭ কোটি টাকা জরিমানা করা হয়েছিল।

 ভারতে গুগলের বিরুদ্ধে নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের অভিযোগ, জরিমানা ৯৩৬ কোটি টাকা

কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই টুইট জানিয়েছে, 'অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের ক্ষেত্রে বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারে জন্য গুগলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর জন্য গুগলকে জরিমানা করা হয়েছে। এটি গুগলের ভারতীয় শাখার জন্য বড় ধাক্কা। গুগলের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে পর্যালোচনার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে গুগলের তরফে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়েছে। গুগলের ভারতের মুখপাত্র জানিয়েছেন, অ্যান্ড্রয়েড আগের থেকে অনেক বেশি জনপ্রিয় হয়েছে। ভারত সহ সারা বিশ্ব সফল ব্যবসাকে সমর্থন করে। সিসিআইয়ের এই সিদ্ধান্ত ভারতীয় ভোক্তা ও ব্যবসার জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। অ্যান্ড্রয়েডের ওপর যাঁদের ভরসা আছেন, যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, সিসিআই-র সিদ্ধান্তের জেরে তাঁদের খরচা আরও বাড়বে। আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ী হবে।

সিসিআইয়ের তরফে জানানো হয়েছে, অ্যাপেল ও গুগলের মধ্যে ব্যবসায়িক পার্থক্য রয়েছে। অ্যাপেলের ক্ষেত্রে ব্যবসা প্রাথমিকভাবে স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের ওপর গড়ে উঠেছে। মোবাইলের মধ্যেই থাকা উন্নত সফ্টওয়্যার এক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু গুগলের ক্ষেত্রে বিষয়টি একেবারে আলাদা। গুগল মূলত অ্যান্ড্রয়েডের সাহায্যে নিজেদের ব্যবসা বাড়ায়। এক্ষেত্রে গুগল নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য নিজেদের অবস্থানের অপব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে। এরপরেই সিসিআই সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে। গুগলকে দোষী সাব্যস্ত করে। সিসিআইয়ের তরফে জানানো হয়েছে, অনলাইন সার্চ যা সরাসরি Google অনলাইন বিজ্ঞাপন পরিষেবার বিক্রয়কে প্রভাবিত করে।

সিসিআইয়ের তরফে জানানো হয়েছে, গুগল তার অন্যান্য প্রতিযোগীদের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। গুগলের অধীনে ইউটিউবে উপার্জনকারী অ্যাপ। এক্ষেত্রে গুগল নিজের অবস্থানের অপব্যহার করেছে। গুগল অ্যান্ড্রয়েড ফোনগুলিতে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে গুগলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে সিসিআইয়ের এই জরিমানার জেরে অ্যান্ড্রয়েড ফোনগুলোর নিরাপত্তা বাড়ানোর খরচ বাড়বে।

ক্রোমে আর কাজ করবে না উইন্ডোজ-৭, কবে থেকে বড় সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে গুগল জেনে নিনক্রোমে আর কাজ করবে না উইন্ডোজ-৭, কবে থেকে বড় সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে গুগল জেনে নিন

English summary
Google fined 936 crore rupees in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X