For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে বন্যাদুর্গতদের জন্য বিশেষ পরিষেবা গুগলের, ফেসবুক-টুইটারও বানভাসিদের পাশে

কেরলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল গুগল। ফেসবুক ও টুইটারের পক্ষ থেকেও বন্যাদুর্গতদের জন্য বিশেষ পরিষেবা প্রদানের ব্যবস্থা করল।

Google Oneindia Bengali News

কেরলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল গুগল। ফেসবুক ও টুইটারের পক্ষ থেকেও বন্যাদুর্গতদের জন্য বিশেষ পরিষেবা প্রদানের ব্যবস্থা করল। বানভাসি মানুষের জন্য অভিনব উদ্যোগ নিয়ে গুগল জানিয়েছে, বিনা ইন্টারনেটেই স্মার্টফোন বা ট্যাব থেকে লোকেশন শেয়ার করতে পারবেন দুর্গতরা। ফলে উদ্ধারের কাজে গতি আসবে, জানা যাবে বন্যাদুর্গতদের লোকেশন।

কেরলে বন্যাদুর্গতদের জন্য বিশেষ পরিষেবা গুগলের, ফেসবুক-টুইটারও বানভাসিদের পাশে

কেরালায় বন্যার কারণে ইন্টারনেট পরিষেবা নেই। ফলে যোগাযোগ করতে সমস্যায় পড়ছেন দুর্গতরা। তাঁদের সাহায্যের জন্যই গুগল এই বিশেষ পরিষেবা প্রদানের ব্যবস্থা করল। গুগলের তরফে জানানো হয়েছে, দুর্গতরা তাঁদের স্মার্টফোনে গুগল ম্যাপ থেকে প্লাস কোড ব্যবহার করতে পারবেন। এর ফলে দুর্গতদের লোকেশন পৌঁছে যাবে উদ্ধারকারী দলের কাছে। মেসেজ বা ভয়েস কলের মাধ্যমে উদ্ধারকারীরা জানতে পারবেন দুর্গতদের অবস্থান বা দুর্গতরা কোথায় আটকে রয়েছেন।

কেরলে বন্যাদুর্গতদের জন্য বিশেষ পরিষেবা গুগলের, ফেসবুক-টুইটারও বানভাসিদের পাশে

টুইটার ও ফেসবুকও কেরলে বন্যাদুর্গত এলাকায় তাঁদের পরিষেবা চালু রাখছেন একপ্রকার বিনা ইন্টারনেটে। কেরলে বহু জায়গা রয়েছে, যেখানে ইন্টারনেট একেবারেই স্লো। এই অবস্থায় টুইটার লাইট ব্যবহার করতে পারবেন। ইংরেজিতে হ্যাস ট্যাগ দিয়ে কেরালা ফ্লাড বা কেরালা ফ্লাড ২০১৮ লিখে টুইট করতে পারবেন দুর্গতরা।

[আরও পড়ুন: আপাতত রেড অ্যালার্ট উঠল কেরলে! ত্রাণে ঝাঁপালেন বিচারপতি-আইনজীবীরা][আরও পড়ুন: আপাতত রেড অ্যালার্ট উঠল কেরলে! ত্রাণে ঝাঁপালেন বিচারপতি-আইনজীবীরা]

এদিকে ফেসবুকের ক্রাইসিস রেসপন্স পেজে কেরালার বন্যা সংক্রান্ত অবস্থায় আপডেট দিচ্ছে। পাশাপাশি ফেসবুক সেফটি চেক অপশন এনেছে বন্যাদুর্গতদের জন্য। এই অপশনে গিয়ে ব্যবহারকারীরা জানাতে পারবেন তাঁদের অবস্থান। তাঁদের সুরক্ষার খবরাখবর।

[আরও পড়ুন:কেরলের বন্যা আয়াপ্পানের রোষে! আরএসএসপন্থীদের ও আরবিআই-এর বোর্ড সদস্যের মন্তব্যে বিতর্ক ][আরও পড়ুন:কেরলের বন্যা আয়াপ্পানের রোষে! আরএসএসপন্থীদের ও আরবিআই-এর বোর্ড সদস্যের মন্তব্যে বিতর্ক ]

[আরও পড়ুন: বন্যাদুর্গত কেরলে এয়ারলিফ্ট করে সন্তানসম্ভবা মাকে উদ্ধার, সেনার কীর্তির ভিডিও ভাইরাল ][আরও পড়ুন: বন্যাদুর্গত কেরলে এয়ারলিফ্ট করে সন্তানসম্ভবা মাকে উদ্ধার, সেনার কীর্তির ভিডিও ভাইরাল ]

English summary
Google, Facebook and Twitter giving the special service for flood affected in Kerala. There is big tragedy in Kerala, all internet service is stopped,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X