For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছকভাঙা পথের দিশারী স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায় স্মরণে ডুডল গুগলের

স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায় স্মরণে তাঁর জন্মদিনে এদিন বিশেষ ডুডল তৈরি করল গুগল।

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায় স্মরণে তাঁর জন্মদিনে এদিন বিশেষ ডুডল তৈরি করল গুগল। সমাজ সংষ্কারক ও স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া কমলাদেবী ১৯০৩ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন কর্ণাটকের ম্যাঙ্গালোরে। ১৯৮৮ সালের ২৯ অক্টোবর তাঁর প্রয়াণ ঘটে।

স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায় স্মরণে ডুডল গুগলের

ভারতীয় পণ্য নিয়ে ব্রিটিশ ভারতে আন্দোলন, থিয়েটার নিয়ে স্বাধীন ভারতে আন্দোলন কমলাদেবীকে স্মরণীয় করে রেখেছে। শুধু তাই নয়, আর্থ-সামাজিক দিক থেকে মহিলাদের মানোন্নয়নেও তিনি বরাবর চেষ্টা করে গিয়েছেন।

ন্যাশনাল স্কুল অব ড্রামা, সঙ্গীত নাটক অ্যাকাডেমি, সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিস এম্পোরিয়াম, ক্রাফ্টস কাউন্সিল অব ইন্ডিয়া তারই মস্তিষ্কপ্রসূত ভাবনাকে পাথেয় করে এগিয়ে চলেছে। ১৯৭৪ সালে তাঁকে সঙ্গীত নাটক অ্যাকাডেমি ফেলোশিপ দেওয়া হয়।

আজ থেকে একশোবছর আগেই ছক ভাঙা পথে হেঁটে একাধিক দৃষ্টান্ত তৈরি করেছিলেন কমলাদেবী। আদতে একজন কন্নড় ছিলেন তিনি। তবে বাঙালি হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেন। মাত্র ১৪ বছর বয়সে একবার কমলাদেবীর বিয়ে হয়। তারপর দুই বছরের মধ্যে তিনি বিধবা হয়ে যান।

বয়স যখন ২০ তখন সরোজিনী নাইড়ুর ভাই হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ ও পরে পরিণয়। সেইসময়ে বিধবা বিবাহ এক ভয়ঙ্কর কঠিন কাজ ছিল। তবে নিজেদের একই ভাবনাকে পাথেয় করে দুজনে একসঙ্গে অনেকদিন পথ চলেছিলেন। ফের বহুবছর পরে হরিন্দ্রনাথের সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যায়। সেক্ষেত্রে কমলাদেবীই ফের ছক ভেঙে বিচ্ছেদের আবেদন করেন।

নাটক থেকে শুরু করে সিনেমায় অভিনয়, তারপরে গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া। একইসঙ্গে প্রথম মহিলা হিসাবে বিধানসভা ভোটে লড়া। আবার প্রথম মহিলা হিসাবে ব্রিটিশের হাতে গ্রেফতার হওয়া। বারবার সামাজিক প্রথাকে চ্যালেঞ্জ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন কমলাদেবী।

ভারত সরকারের তরফে ১৯৫৫ সালে পদ্মভূষণ ও ১৯৮৭ সালে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত করা হয় কমলাদেবীকে। ১৯৬৬ সালে রামন ম্যাগসেসে পুরস্কার ও ১৯৭৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান কমলাদেবী চট্টোপাধ্যায়।

English summary
Google celebrates Kamaladevi Chattopadhyay's birth anniversary with special Doodle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X