For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালগ্রহের কক্ষপথে মঙ্গলযানের এক মাস পূর্তি উদযাপনে গুগলের অনবদ্য ডুডল

Google Oneindia Bengali News

লালগ্রহের কক্ষপথে মঙ্গলযানের এক পূর্তি উদযাপনে গুগলের অনবদ্য ডুডল
বেঙ্গালুরু, ২৪ অক্টোবর : লালগ্রহের কক্ষপক্ষে মঙ্গলযান পৌছনোর এক মাস পূর্ণ হল। আর সেই কারণেই সার্চ পেজে অনবদ্য মঙ্গলযান গুগল ডুডল দিয়ে এই দিনটি উদযাপন করছে গুগল। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে পা রেখেছিল মঙ্গলযান। ভারতই একমাত্র দেশ যারা লালগ্রহ অভিযানের প্রথম চেষ্টাতেই সফল হয়েছে।

তবে এই ডুডলটি আন্তর্জাতিক ডুডল নয়। শুধুমাত্র ভারতের হোম পেজের জন্যই তৈরি করা হয়েছে। এই ভারতের মঙ্গল অভিযান একটা বড় সাফল্য। কারণ প্রথম প্রচেষ্টাতে শুধু সফল হওয়াই নয়, সবচেয়ে কম খরচে মঙ্গল অভিযানও বটে। এই মঙ্গল অভিযানে খরচ হয়েছে মাত্র ৭৪ মিলিয়ন ডলার।

মার্স অরবিটার মিশন (মম) ২০১৩ সালের ৫ নভেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল। চেন্নাই থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত শ্রীহরিকোটা থেকে পোলার রকেটে করে উৎক্ষেপণ করা হয়েছিল।

গুগল যে ডুডলটি বানিয়েছে তাতে, ইংরাজি শব্দে লেখা গুগুল-এ দ্বিতীয় 'o'-এর জায়গায় মঙ্গল যানের ছবি দেওয়া হয়েছে। পশ্চাৎপটে লালগ্রহের কিছুটা অংশ দেখা যাচ্ছে।

English summary
Google doodle celebrates Mangalyaan's one month in Mars' orbit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X