For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গওহর জানের জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ, এই সঙ্গীত-নৃত্য পটিয়সীর জীবনযুদ্ধ সম্পর্কে কিছু তথ্য

অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড, যাঁকে দুনিয়া চেনে গৌহর জান নামে। তাঁর ১৪৫ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানাল গুগল ডুডল। গুগলের পেজ এদিন খুলতেই উঠে আসে এই সঙ্গীত-নৃত্য পটিয়সীর ডুডল।

  • |
Google Oneindia Bengali News

অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড, যাঁকে দুনিয়া চেনে গওহর জান নামে। তাঁর ১৪৫ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানাল গুগল ডুডল। গুগলের পেজ এদিন খুলতেই উঠে আসে এই সঙ্গীত-নৃত্য পটিয়সীর ডুডল।

গওহর জানের জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ, এই সঙ্গীত-নৃত্য পটিয়সীর জীবনযুদ্ধ সম্পর্কে কিছু তথ্য

১৮৭৩ সালের ২৬ জুন এই নামী নৃত্যপটিয়সীর জন্ম হয় বর্তমান উত্তর প্রদেশের আজামগঢ়ে। জন্মসূত্রে তিনি মার্কিনী ছিলেন। জন্মসূত্রে প্রাপ্ত নাম অ্যাঞ্জেলিনা থেকে গওহর জান হয়ে ওঠার লড়াই তিনি শুরু করেন অনেক কম বয়স থেকে। মা ভিক্টোরিয়া হেমিংস ছিলেন সুদক্ষ গায়িকা তথা নৃত্যশিল্পী। পরবর্তীকালে নিজের স্বামীকে ত্যাগ করে ভিক্টোরিয়া বেনারস চলে যান খুরশিদ নামের এক ব্যক্তির সঙ্গে। তখন গওহর ৮ বছরের । বেনারসে পৌঁছতেই মায়ের সঙ্গে গওহর ও গ্রহণ করেন ইসলাম ধর্ম। অ্যাঞ্জেলিনা নাম বদলে হয় গওহর। ভিক্টোরিয়ার নাম হয় মালকা জান। পথ চলা শুরু হয় নতুন পরিচিতি নিয়ে।

বেনারসে কথ্থক নৃত্যশিল্পী হিসাবে নাম হয় গওহরের মা মালকা। এরপর মেয়েকে নিয়ে মালকা চলে যান কলকাতায় । সেখানে নবাব ওয়াজিদ আলি শাহের দরবারে নাচে গানে সভা মাত করতে থাকেন গওহররা। কলকাতায় গওহর তালিম নিতে শুরু করেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত থেকে রবীন্দ্র সঙ্গীতের। ৭৮ আরপিএম-র রেকর্ডে ধরা হয় গওহরের কণ্ঠস্বরের সঙ্গীত। দিনে দিনে খ্যাতির মুখ দেখতে শুরু করেন গৌহর।এরপর মাইসোরের রাজা ওয়াদিয়ার চারের সভায় মুখ্য গায়িকা হিসাবে নাম করেন তিনি। তবে মাইসোর পৌঁছনের ১৮ মাসের মধ্যে ই ১৯৩০ সালে প্রয়াত হন এই গায়িকা।

English summary
Google Doodle Celebrates 145th Birth Anniversary Of Gauhar Jaan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X