(ছবি) ভাল তালিবান...খারাপ সন্ত্রাস-কাজ করবে না: দুবাইয়ে মোদীর সেরা ৫ উক্তি
দুবাই, ১৮ আগস্ট : একে তো গত ৩০ বছরের রেকর্ড অনুসারে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি সংযুক্ত আরব আমিরশাহী সফরে গেলেন তাই একটা বাড়তি উন্মাদনা তো রয়েইছে, তার উপর মোদী ম্যাজিকের হাওয়া যে এখনও সক্রিয় তা সোমবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে হাড়ে হাড়ে টের পাওয়া গেল।
হাতে ভারতীয় পতাকা নিয়ে হাজার হাজার প্রবাসী ভারতীয় হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনবেন বলে। এদিন দুবাইতেও সকলের উপস্থিত শ্রোতাদের মন জয় করে নিলেন মোদী।
গত ৩০ বছরে মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি সংযুক্ত আরব আমিরশাহী সফরে চলেছেন!
নাম না করে পাকিস্তানকে আক্রমণ শানিয়ে গেলেন প্রথম থেকেই। নাম না করলেও 'যাদের জন্য এই বার্তা আশা করি তারা ঠিকই ধরতে পারবে' বলেও মন্তব্য করেন মোদী।
মোদীর এদিনের বক্তৃতা থেকে ৫টি সেরা উক্তি তুলে ধরা হল।

মিনি ইন্ডিয়া
"আমার সামনে আমি এখন একটা 'মিনি ইন্ডিয়া' (ক্ষুদ্রায়তনের ভারত) দেখছি। বছরের পর বছর ধরে আপনারা এখানে খাটাখাটুনি করছেন, পরিশ্রম করছেন, আর আমাদের গর্বিত করছেন।" - নরেন্দ্র মোদী

প্রয়োজনে ছাতা ধরেন
যখন ভারত সমস্যায় থাকে, তখন আপনারা সাহায্যের জন্য ঝাঁপিয়ে পরেন। যদি ভারতে বৃষ্টি হয়, আপনারা আমাদের মাথায় ছাতা ধরেন।

উজাড় করা সমর্থন
"যখন অটল বিহারি বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন. এবং ভারত পরমানু পরীক্ষার আয়োজন করেছিল, নিষেধাজ্ঞা ছিল। উনি সাহায্য চেয়েছিলেন। গাল্ফ থেকে বিশাল সমর্থন এসেছিল।"

ভালবাসা আমার একার জন্য নয়
যে পরিমাণ ভালবাসা ও সম্মান আমাকে দেখানো হয়েছে, তা কোনও একজন ব্যক্তির জন্য নয়। এটা ১২৫ কোটি ভারতীয় জন্য, বিশ্বে ভারতের স্থান পরিবর্তনের জন্য।

ভাল তালিবান, খারাপ তালিবান, ভাল সন্ত্রাস, খারাপ সন্ত্রাস
ভাল তালিবান, খারপ তালিবান....ভাল সন্ত্রাস, খারাপ সন্ত্রাস, এগুলো কাজ করবে না। সিদ্ধান্ত নিতেই হবে, আপনি কী সন্ত্রাসবাদের সঙ্গে নাকি মানবিকতার সঙ্গে।

ঐতিহ্য অনুসারে
একেবারে ভারতীয় ঐতিহ্যমতে সাবেকি কায়দায় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে স্বাগত জানাল হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

স্টেডিয়ামের বাইরে
মোদীকে এখবার কাছ থেকে দেখতে এবং তাঁর বক্তৃতা শুনতে দুবাই ক্রিকেট স্টেডিয়ামের বাইকে জনতার ঢল। ৪০ ডিগ্রি তাপমাত্রার গরমে লম্বা লাইনে দাঁড়িয়েই চলছে মোদীর অপেক্ষা।