সুখবর! জুন-জুলাইয়েই ৩০ কোটি ভারতীয়র টিকাকরণে প্রস্তুত সরকার, অগ্রাধিকারের তালিকায় কারা ?
সোমবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৯২ লক্ষ ছুঁইছুঁই। মারা গিয়েছেন ১ লক্ষ ৩৭ হাজারের বেশি মানুষ। এদিকে ইতিমধ্যেই ভারত সহ গোটা বিশ্বেই অন্তিম পর্যায়ের ট্রায়ালে পৌঁছে গিয়েছে প্রায় ১০টির অধিক করোনা টিকা। এমনকী আগামী এক দুমাসের মধ্যেই বাজারে আসতে চলেছে প্রায় তিনটি সংস্থার করোনা টিকা। এমতাবস্থায় ফের সমগ্র ভারত আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

হর্ষ বর্ধনের দাবি, আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যেই প্রায় ৩০ কোটি ভারতীর টিকাকরণ হয়ে যাবে। এর জন্য আগাম প্রস্তুতিও শুরু করে দিয়েছে সরকার।এমনকী ভ্যাকসিনের বিতরণ কৌশল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা।প্রাথমিক পর্যায়ে সরকারি হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্য সেবা কর্মী সহ, বেসরকারি হাসপাতালেরও করোনা যোদ্ধার টিকাকরণ হবে বলে এদিন ফের জানান তিনি। অন্যদিকে এই পর্যায়েই পুলিশ ও ৬৫ বছরের বেশি বয়সী মানুষদের টিকাকরণে জোর দেওয়া হবে বলে জানান তিনি।
এই প্রসঙ্গে বলতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, “ ভারতের টিকা উৎপাদনে আদপে কতটা সক্ষম তা গোটা বিশ্বই জানে। আমারা আগামীতে সমস্ত উন্নয়নশীল দেশগুলিতে ৬০ শতাংশ করোনা টিকা সরবরাহ করতে চলেছি। প্রথম দফায় ভারতে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি পুলিশ, সেনা, পৌরসভার কর্মী, সাফাই কর্মীদের টিকাকরণে জোর দেওয়া হবে। পাশাপাশি ৫০ বছরের বেশি বয়সী মানুষেরা টিকাকরণে বিশেষ অগ্রাধিকার পাবেন। এমনকী তরুণ প্রজন্মের মধ্যেও যাদের ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন কোমরবিডিটির সমস্যা রয়েছে তারাও অগ্রাধিকার পাবেন।”

বঙ্গোপসাগরে নিম্নচাপ! কবে থেকে বাংলায় জাঁকিয়ে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের