For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলযাত্রীদের জন্য সুখবর! ২৪ ঘন্টা আগে আপনি বোডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন, দেখুন নিয়ম

রেলযাত্রীদের জন্য সুখবর! ২৪ ঘন্টা আগে আপনি বোডিং স্টেশান পরিবর্তন করতে পারবেন, দেখুন নিয়ম

  • |
Google Oneindia Bengali News

রেল যাত্রীদের জন্য বিশেষ সুখবর! গরমে ঘুরতে প্রায় সকলেই কমবেশি যান। ট্রেনের টিকিট কাটা হয়ে গেলে অনেকেই ভাবেন, কিভাবে সেটা আবার পরিবর্তন করবেন, কাটলেন এক জায়গার টিকিট কিন্তু মন চাইছে অন্য জায়গায় যেতে, কী জ্বালা বলুন। অগ্যতা ইচ্ছা থাকলেও উপায় ছিল না, টিকিট কাটা জায়গাতেই যেতে হত। কিন্তু এবার আপনার ইচ্ছা পূরণ করছে ভারতীয় রেল। জানেন ২৪ ঘন্টা আগে আপনি আপনার বোডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তবে, এই টিকিট কিন্তু অনলাইনে কাটা থাকলে তবেই এই সুবর্ণ সুযোগটি আপনি পাবেন। ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট কাটা থাকলে এই সুযোগ বৈধ হবে না। ভাবছেন তো, কীভাবে টিকিট পরিবর্তন করবেন? চিন্তা নেই ,দেখে নিন।

রেলযাত্রীদের জন্য সুখবর! ২৪ ঘন্টা আগে আপনি বোডিং স্টেশান পরিবর্তন করতে পারবেন, দেখুন নিয়ম

কীভাবে আপনি বোডিং স্টেশন পরিবর্তন করবেন, সেটা দেওয়া হল

  • প্রথমে আই আর সি টি সি (IRCTC) এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর আপনার আপনার লগইন বিবরণ ও পাসওয়ার্ড লিখুন।
  • এরপর আপনার টিকিট বুকিংয়ের জায়গায় গিয়ে নেভিগেট করুন।
  • তারপর আপনার আপনার ট্রেন নির্বাচন করুন এবং 'চেঞ্জ বোর্ডিং পয়েন্ট'-এ যান।
  • এটা করার পর আপনার একটি নতুন পৃষ্ঠা খুলবে, সেখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সেই ট্রেনের জন্য নতুন বোর্ডিং স্টেশন নির্বাচন করুন।
  • নতুন স্টেশন বাছা হয়ে গেলে আপনার সিস্টেম আপনাকে নিশ্চিত করার জন্য জানতে চাইবে।
  • তারপর আপনি ' ok’ –তে ক্লিক করবেন।
  • বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) অনলাইন টিকিট বুকিং প্রক্রিয়াও কিন্তু সংশোধন করেছে। এখন থেকে, যাত্রীদের (ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট বুক করা) তাদের ফোন নম্বর এবং ইমেল আইডি যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। এগুলি যাচাই না করা হলে কোনও যাত্রী তাঁদের টিকিট বুক করতে পারবেন না।
  • IRCTC অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করার জন্য ফোন নম্বর ও ইমেল আইডি যাচাই করার পদক্ষেপ, জেনে নিন
  • প্রথমে আপনি IRCTC ওয়েবসাইট বা অ্যাপে লগইন করুন।
  • তারপর আপনি যাচাইকরণ উইন্ডোতে (Navigate to the verification) -তে ক্লিক করুন।
  • তারপর আপনি আপনার বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি লিখুন।
  • এরপর আপনি আপনার সিস্টেমের ডানদিকে যাচাইকরণের (verification), ও বাঁদিকে একটি সম্পাদনা (edit) বোতাম দেখতে পাবেন। সেটা ক্লিক করুন।
  • এরপর আপনি আপনার মোবাইল একটি OTP পাবেন, যা কিন্তু একবারই আসবে। সেটা লিখুন।

English summary
Good news for rail passengers! Now You Can Change Your Boarding Station Online After Booking Tickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X