For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুক্তরাজ্যে ক্লিনচিট : খুব শীঘ্রই ভারতের ফিরতে চলেছে ম্যাগি!

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ জুলাই : ভারতে ম্যাগি প্রেমীদের জন্য সুখবর। ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া ম্যাগি সসম্মানে উত্তীর্ণ হল যুক্তরাজ্য ইংল্যান্ডে। সেখানকার খাদ্যনিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা 'ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি' ভারত থেকে রপ্তানিকৃত ম্যাগিকে পরীক্ষা করে ক্লিনচিট দিয়েছে।

ম্যাগিতে প্রবল মাত্রার সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি পাওয়া যাওয়ার অভিযোগে গতমাসে ভারতের কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা 'এফএসএসএআই' ভারতের বাজার থেকে ম্যাগিকে তুলে নিতে নির্দেশ দেয় প্রস্তুতকারক সংস্থা নেসলেকে।

যুক্তরাজ্যে ক্লিনচিট : খুব শীঘ্রই ভারতের ফিরতে চলেছে ম্যাগি!


এরপর বাজার থেকে ম্যাগি তুলে নেওয়া হয়। তার কিছু অংশ মুম্বই হাইকোর্টের অনুমতি নিয়ে বিদেশে রপ্তানি করা হয়। বুধবার ইংল্যান্ডের খাদ্যনিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ভারতে তৈরি আমদানিকৃত ম্যাগিতে সীসার পরিমাণ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নয়। ফলে তা গ্রাহকের কোনও ক্ষতি করবে না।

জানা গিয়েছে, ভারত থেকে আমদানি করা ম্যাগি ছাড়াও ইংল্যান্ডের স্থানীয় বাজারের প্যাকেটও পরীক্ষা করা হয়েছে। কোথাওই অতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের খাদ্যনিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলিও ভারত থেকে আমদানি করা ম্যাগিকে সম্পূর্ণ নিরাপদ বলে 'ক্লিনচিট' দিয়েছে। ফলে অদূর ভবিষ্যতে ফের একবার ভারতের বাজারে স্বমহিমায় ফেরার পথ সুগম হচ্ছে ম্যাগির।

English summary
Good news for Maggi Lovers: Maggi is likely to return to market soon, here's how
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X