সোনা সস্তা হল ধনতেরসের আগেই! কলকাতায় ৬ নভেম্বর সোনালী ধাতুর দাম একনজরে
মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণা এখন সময়ের অপেক্ষা। তার আগে সোনার দামে (Gold Price) ঘরে বাজারে দামের উত্থান পতন নজর কাড়ছে বিনিয়োগকারীদের। এদিকে, ভারতে সামনের সপ্তাহেই ধনতেরস (Dhanteras), তার আগে সোনা এবং রুপোর দাম গহনা ব্য়বসায়ীদের ওপরেও প্রভাব ফেলে। সবমিলিয়ে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে একনজরে দেখা যাক।

সোনার দাম ৬ নভেম্বর
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX)ডিসেম্বরের গোল্ড ফিউচারে ১০ গ্রাম সোনার দাম এদিন ৫১, ৯২০ টাকা দাঁড়িয়েছে। ১০ গ্রামে সোনার দাম ০. ২৮ শতাংশ কমেছে। এর আগে একদিনে সোনার দাম ১২৫০ টাকা বাড়ে। তারপরই এমন পতন।

রুপোর দাম
রুপোর দাম এদিন ফিউচারে ০.৩২ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজিত রুপোর দাম ৬৪,৪৬০ টাকা হয়েছে। এই গোট সপ্তাহ ধরে রুপোর দাম কম হয়েছে। তবে এবার সেই দাম আজ একটু চাঙ্গা করেছে রুপোলী ধাতুকে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় ২২ ক্যারেটে রুপোর দাম ৪৯,৯৯০ টাকা হয়েছে এদিন। অন্যদিকে, ২৪ ক্যারেটে ধনতেরসের আগে সোনার দাম আজ কলকাতায় ৫২ ৯৪০ টাকা। এমনই তথ্য রয়েছে 'গুড রিটার্নস' র সৌজন্যে।

অন্যান্য শহরে সোনার দাম
মুম্বইতে সোনার দাম ৬ নভেম্বর ৫১, ২৭০ টাকা রয়েছে ২৪ ক্যারেটে, ২২ক্যারেটে দাম ৫০,২৭০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে দাম ৫৪১৭০ টাকা, ২২ ক্যারেটে দাম ৪৪ ক্যারেটে ৪৯, ৬৬০। চেন্নাইতে দাম ২২ ক্যারেটে ৪৮, ৩৯০ টাকা, ২৪ ক্যারেটে ৫২৭৫০ টাকা দাম দাঁড়িয়েছে।
