সোনার দাম লক্ষ্মীবারে তুমুল সস্তা! ২৪ সেপ্টেম্বর দাম কোথায় দাঁড়াল দেখে নিন
গত কয়েকদিন ধরেই পতনমুখী সোনা। ক্রমেই কমতে শুরু করে দিয়েছে সোনার দাম। এবার সপ্তাহের চতুর্থদিনে সোনার দামে বড়সড় পতন দেখা গেল। আরও একবার সোনার দাম ৫০ হাজারের নিচে নেমে গেল।

সোনার দাম ২৪ সেপ্টেম্বর
২৪ সেপ্টেম্বর সোনার দাম এমসিএক্স গোল্ড ফিচারে ০.৪৫ শতাংশ পড়ে গিয়েছে। ফলে ১০ গ্রাম সোনার দাম ৪৯,২৯৩ টাকা হয়েছে। গত ৪ দিন এই নিয়ে সোনা আড়াই হাজার টাকার পতন দেখেছে। এর আগে, এমসিএক্স গোল্ড ফিচারে বুধবারে সোনার দাম ১.২ শতাংশ কমেছে। ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয় ৪৯,৭৬৪ টাকা।

রুপোর দাম
এদিকে, সোনার সঙ্গে সঙ্গে রুপোতেও পতন প্রবল হারে দেখা গিয়েছে। রুপোতে ৩ শতাংশ পতন দেখা যাচ্ছে। ফলে এদিন ১ কেজি রুপোর দাম ৫৬,৭১০ টাকা হয়েছে। এর আগে বুধবার, ২৩ সেপ্টেম্বর রুপোর দাম এক কেজিতে ৫৮,৮৫১ টাকা হয়েছিল।

বিশ্ব বাজার ও সোনা
গত ৭ অগাস্ট ভারতে সোনার দাম সাম্প্রতিককালের বড় রেকর্ড গড়েছিল। সেদিন ৫৬ হাজারের গণ্ডি পেরিয়েছিল সোনা। তবে মার্কিন-চিন ক্রমাগত সংঘাতের পরিস্থিতি ও বিশ্ববাজারে ডলারের দাম ক্রমাগত ভারতে সোনার দাম কমতির দিকে রেখেছে।

স্পট গোল্ডের পরিস্থিতি
এদিন প্রতি আউন্সে স্পট গোল্ড পড়েছে ১,৮৫৮.০৮ মার্কিন ডলার। যা ৩ শতাংশ পতনের জেরে হয়েছে। এদিকে, ইওরোপে আর্থিক গতি শ্লথ হয়ে যাওয়ার জেরে সোনার দামে বিপুল প্রভাব পড়েছে।