For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম বিয়ের মরশুমে চড়চড়িয়ে উর্ধ্বমুখী! দাম বেড়ে কতোতে দাঁড়াল অগ্নিমূল্য ধাতু

সোনার দাম বিয়ের মরশুমে চড়চড়িয়ে উর্ধ্বমুখী! দাম বেড়ে কতোতে দাঁড়াল অগ্নিমূল্য ধাতু

  • |
Google Oneindia Bengali News

সামনেই মাঘ মাস। আর শীতের আমেজে এই বিয়ের মরশুম আসতেই এদিকে চড়া হারে বাড়তে শুরু করেছে সোনার দাম। শুধু সোনা নয়, তার সঙ্গে লাফিয়ে বাড়ছে রুপোর দামও। কেজি প্রতি রুপো ও ১০ গ্রামে সোনার দাম রীতিমতো হতভম্ব করেছে সাধারণ ক্রেতাদের। একনজরে দেখে নেওয়া যাক, সোনার দম কোনপথে উর্ধ্বগামী?

সোনার দাম গত ২ সপ্তাহে কত বাড়ল?

সোনার দাম গত ২ সপ্তাহে কত বাড়ল?

২০২০ সাল পড়তেই সোনার দাম ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। সোনার দাম গত ২ সপ্তাহে প্রতি ১০ গ্রামে বেড়েছে ২ হাজার টাকা। ফলে শুক্রবারের পর থেকেই সোনার দাম ৪০ হাজারের গন্ডি পেরিয়ে ক্রমেই এগিয়ে যাচ্ছে।

বিশ্বজুড়ে সোনার দাম গত ৬ বছরে সবচেয়ে বেশি

বিশ্বজুড়ে সোনার দাম গত ৬ বছরে সবচেয়ে বেশি

গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে সোনার দাম গত ৬ বছরের তুলনায় সবচেয়ে বেশি হয়েছে। এর নেপথ্যে মধ্যপ্রাচ্যের সঙ্গে মার্কিনি সংঘাতকেই দায়ী করা হচ্ছে। বাগদাদে মার্কিন সেনার হাতে ইরানি সেনা জেনারেলের হত্যার পর থেকেই বিশ্ব জুড়ে সোনা আর তেলেরা দাম ক্রমাগত উর্ধ্বমুখী। যার ফলে এক ধাক্কায় প্রতি আউন্সে বেড়ে দাঁড়িয়েছে ১.৫৫১.৫২ মার্কিন ডলার।

কলকাতায় সোনার দাম আজ কত?

কলকাতায় সোনার দাম আজ কত?

এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৪০,৫৫০ টাকায়। ২২ ক্যারেটের সোনার দাম ৩৯,১৫০ টাকা। অন্যদিকে, সবচেয়ে কম আজ সপকত ও ভদোদরায় রয়েছে সোনার দাম। সেখানে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে আজ ৩৯ হাজারের আশপাশে। সবচেয়ে বেশি রয়েছে চেন্নাই , কোয়েম্বাট্যুর, মাদুরাইতে। সেখানে সোনা বিক্রি হচ্ছে ২৪ ক্যারেটের দাম ৪১ হাজার টাকার আশপাশে।

English summary
Gold Price surged Rs. 2000 per 10 gram in last 2 weeks .Gold and silver prices in India continued their rally, lifted by a surge in global rates amid Middle East tensions. On MCX, gold futures prices on Friday surged over 2% or ₹850 to ₹40,130 per 10 gram.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X