For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম ৭ বছরে সর্বাধিক বৃদ্ধি! ইরান- মার্কিন যুদ্ধের মাঝে কোন পরিস্থিতি তৈরি বিশ্ব বাজারে

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চড়তে থাকা উত্তেজনার পারদের প্রভাব পড়েছে বিশ্ববাজারে ।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার পারদের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। গতসপ্তাহে ইরানের সেনা প্রধান কাশেম সুলেমানির মৃত্যুর পর থেকেই বিশ্ববাজারে একের পর এক জিনিসের দাম বাড়তে শুরু করেছে।

মার্কিন-ইরান হামলার মধ্যে সোনার দামে বৃদ্ধি

মার্কিন-ইরান হামলার মধ্যে সোনার দামে বৃদ্ধি

এদিন মার্কিন সেনা ছাউনিতে ইরানের হামলার জেরে ফের একবার উর্ধ্বমুখী সোনার দাম। গত কয়েক দিনে সুলেমানির মৃত্যুর পর তেকে এমনিতেই সোনার দাম বিশ্ববাজারে চরমভাবে বাড়তে শুরু করেছে। কিন্তু এবার গত ৭ বছরের তুলনায় সবচেয়ে বেশি বেড়েছে সোনার দাম।

 ২ শতাংশ বেড়েছে সোনার দাম

২ শতাংশ বেড়েছে সোনার দাম

গত সাত বছরের মধ্যে সোনার দাম এদিন সবচেয়ে বেড়ে দাঁড়াল ১ হাজার ৬০০ ডলার। ২০১৩ সালের মার্চের পর থেকে এই প্রথমবার সোনার দাম চরম হারে বেড়েছে।

দেশের বাজারে সোনার দাম কত?

দেশের বাজারে সোনার দাম কত?

ভারতের বাজারেও সোনার দাম রেকর্ড হারে বাড়তে শুরু করেছে। বিশ্ব জুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিও এর দ্বারা প্রভাবিত হতে চলেছে। এদিন ভারতের বাজারে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ৪১ হাজার ২৭৮ টাকা।

মার্কিন সেনাকে হানা ইরানের

মার্কিন সেনাকে হানা ইরানের

এর আগে , গত সপ্তাহে শুক্রবার বাগদাদের বিমানবন্দরের ইরানের সেনা প্রধান কাশেম সুলেমানিকে ড্রোন হামলায় হত্যা করে মার্কিন সেনা। এরপর ইরান এই মৃত্যুকে 'শহিদি' বলে ব্য়াখ্যা করে। ইরানের ভাষায় সুলেমানির মৃত্যু 'ওহ জাহরা'(শহিদ) । এরপরই পাল্টা মার্কিনি সেনা র ওপর ইরানের হামলা চলে। তাতে বহু মার্কিনি সেনার মৃত্যু হয়েছে বলে দাবি ইরানের।

English summary
Gold Price rising high after us-Iran tension escalates .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X