For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম চড়চড়িয়ে বাড়ছে! ১৫ মে কলকাতায় দর কোথায় গিয়ে ঠেকল

সোনার দাম চড়চড়িয়ে বাড়ছে! ১৫ মে কলকাতায় দর কোথায় গিয়ে ঠেকল

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের তৃতীয় দফায় মে মাসের প্রথম দিকে বিনিয়োগের সামগ্রী হিসাবে সোনা অনেককেই হতাশ করেছে। আর তৃতীয় দফার লকডাউনের শেষের দিকে গয়না কেনার বস্তু হিসাবে সোনার দাম ফের হতাশ করছে। মে মাসের প্রথম কয়েক সপ্তাহে সোনার দাম নিম্নমুখী হলেও, এবার তা উর্ধ্বমুখী হতে শুরু করেছে।

সোনার দরের উর্ধ্বগতি

সোনার দরের উর্ধ্বগতি

মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম নিম্নমুখী হতেই সোনার দামের প্রবল বৃদ্ধির আশঙ্কা করা হয়েছিল। মনে করা হয়েছিল যে যদি লকজাউন এভাবে চলতে থাকে, তা হলে ২০২১ সালের কাছে গিয়ে ১০ গ্রাম সোনার দাম ১ লাখের কাছে পৌঁছতে পারে। এদিকে ১৫ মে সোনার দাম ফের একবার উর্ধ্বমুখী হতে শুরু করল।

 সোনার দাম

সোনার দাম

এমসিএক্স জুন গোল্ড ফিচার আজ ০.৩ শতাংশ উত্থান দেখেছে। ফলে ১০ গ্রাম সোনার দাম ৪৬ ,৮০০ টাকা হয়েছে বাজার খোলার সঙ্গে সঙ্গেই। এদিন মরশুমে সোনার দাম রেকর্ড উত্থান দেখতে পারে বলে মনে করা হচ্ছিল। গত মাসের ৪৭ হাজারের গণ্ডি সোনার দাম এমাসে ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হয়।

 রুপোর দর

রুপোর দর

রুপোর দর প্রতি কেজিতে আজ ৬১৫ টাকা করে বেড়েছে। ফলে ৪৪৭৫০ টাকা প্রতি কেজিতে আজ দাঁড়িয়েছে রুপোর দর।

 কলকাতায় সোনার দর কত?

কলকাতায় সোনার দর কত?

কলকতায় ১৫ মে সোনার দর ৪৭,১০০ টাকা দাঁড়িয়েছে। এট ২৪ ক্যারটের সোনার জন্য দাম। অন্যদিকে, কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৪৫২১০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

সোনার দাম চেন্নাইতে আজ ২৪ ক্যারেটে ৪৭৭৬০ টাকা। ২২ ক্যারেটে দাম ৪৪৭৩০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেটের দাম ৪৬২১০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটের দাম ৪৭২১০ টাকা। বেঙ্গালুরুতে ২৪ ক্যারেটের দাম৪৭৫৫০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)

করোনা যুদ্ধে মোদী সরকারের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে ভারতকে ১০০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাঙ্ককরোনা যুদ্ধে মোদী সরকারের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে ভারতকে ১০০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাঙ্ক

English summary
Gold price rate in India and Kolkata of 15 May in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X