For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনালি ধাতুর মূল্য চিন-মার্কিন বাণিজ্য যুদ্ধে কোন দিকে এগোচ্ছে! কলকাতায় সোনার দাম কত

সোনার দাম চিন-মার্কিন বাণিজ্য যুদ্ধে কোন দিকে এগোচ্ছে! কলকাতায় দর কত

Google Oneindia Bengali News

করোনার প্রাথমিক পর্যায়ের সংকট কাটিয়ে এবার ফের একবার চাঙ্গা হচ্ছে চিন ও মার্কিন বাণিজ্যিক সংঘাতের প্রেক্ষাপট। যে ঘটনার জেরে গত বছরের মাঝ বরাবর সোনার দাম চড়চড়িয়ে বাড়তে থাকে, সেই চিন-মার্কিন বাণিজ্য যুদ্ধের জেরে ভারতে সোনার দামের উর্ধ্বগতি ক্রমেই প্রবল হচ্ছে।

 সোনার দাম কোনপথে ১৯ মে?

সোনার দাম কোনপথে ১৯ মে?

মাল্টি কমডিটি এক্সচেঞ্জ জুনের গোল্ড ফিচার্স সকাল ৯ছ২০ নাগাদ ০.৪০ শতাংশের বেশিতে ট্রেড করেছে। যার জেরে ৪৭ হাজারের অঙ্ক এদিন পাখির চোখ হয়ে যায়।

সোনার উত্থান পতন

সোনার উত্থান পতন

এদিন ১০ গ্রাম সোনায় ৮৯৫ টাকা কমে যায়। সোমবারের রেকর্ড দাম বাড়ার পর আজকে সোনার দাম কার্যত মুখ থুবড়ে পড়ে প্রথমের দিকে। গোল্ড ৯৯৯ এর দাম দাঁড়ায় ৪৬৯৬৬ টাকা।

 রুপোর দাম কোনপথে?

রুপোর দাম কোনপথে?

রুপোর দাম এদিন প্রতি কেজিতে ০.১০ শতাংশ বেড়েছে। ফলে প্রতি কেজির হিসাবে রুপোর দান ৪৭, ৭৪৬ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় এদিন ২৪ ক্যারেট সোনার দাম ৪৮৪১০ টাকা হয়েছে। ২২ ক্যারেট সোনার দাম ৪৬,৫১০ টাকা হয়েছে।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২৪ ক্যারেটের জন্য ৪৮৯৪০ টাকা। মুম্বইতে ৪৭৫১০ টাকা, দিল্লিতে ৪৮৯১০ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম। বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটের জন্য ৪৮,৯৪০ টাকা।

করোনা রুখতে ভ্যাকসিন নয়, চিনের নয়া 'ওষুধ'ই কাজ দেবে! আমেরিকার দাবির পর পেকিং ল্যাব থেকে নতুন বার্তাকরোনা রুখতে ভ্যাকসিন নয়, চিনের নয়া 'ওষুধ'ই কাজ দেবে! আমেরিকার দাবির পর পেকিং ল্যাব থেকে নতুন বার্তা

English summary
Gold price in Kolkata and India on 19 th May in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X