For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ দীপাবলির আগেই ঝড়ের বেগে বাড়তে পারে সোনার দাম! সোনালী ধাতুর মূল্য এখন কত

৪১ হাজারের গণ্ডি ছাড়াতে পারে সোনার দাম !

  • |
Google Oneindia Bengali News

গত সপ্তাহ থেকে ক্রমেই উর্ধ্বমুখী সোনার দাম। গত মঙ্গলবার থেকে টানা এক সপ্তাহে যেভাবে সোনার দাম বাড়ছে তাতে আগামী কয়েকমাসে সোনার দাম কোথায় গিয়ে ঠেকবে , তা নিয়ে রয়েছে সন্দেহ। ওয়াকিবহাল মহলের ধারণা সোনার দাম এবছরের দিপাবলী তথা ধনতেরসে ৪১ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে। একনজরে দেখে নেওয়া যাক, সোনার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে?

২০১৯ অগাস্টে সোনার দাম

২০১৯ অগাস্টে সোনার দাম


২০১৯ সালের অগাস্টে সোনার দাম কার্যত রেকর্ড পরিমাণে বেড়ে চলেছে। সোনার দামের দামের এই উর্ধ্বগতি সোমবার গিয়ে থামে প্রায় প্রতি ১০ গ্রামে ৪০হাজার টাকায়। অগাস্টে একমাসের মধ্যে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩৫,৭৯৫ টাকা থেকে বেড়ে ৩৯,৬৭০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

 কেন বাড়ছে সোনার দাম?

কেন বাড়ছে সোনার দাম?

সোনার দাম লাফিয়ে বেড়ে যাওয়ার কারণ হিসাবে যে সমস্ত দিক সামনে আসছে তারমধ্যে রয়েছে এক বছর ধরে চলা মার্কিন ও চিনের বাণিজ্যিক যুদ্ধ। এছাড়াও সোনার বিনিয়োগ ক্রমাগত বাড়ছে। এছাড়াও মার্কিন ডলারের প্রেক্ষিতে ভারতীয় টাকার ক্রমাগত মূল্য হ্রাস সোনার দাম বৃদ্ধিতে যথেষ্ট উস্কানি দিচ্ছে।

২০১৯ সালের দীপাবলিতে সোনার দাম ছাড়াতে ৪১ ০০০ টাকা

২০১৯ সালের দীপাবলিতে সোনার দাম ছাড়াতে ৪১ ০০০ টাকা

২০১৯ সালের দীপাবলিতে সোনার দাম ১০ গ্রামে ৪১ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে মনে করা হচ্ছে। ফলে ,মনে করা হচ্ছে যদি সাম্প্রতিক বিশ্ব বাজারে মন্দার পরিমাণ এভাবেই চলতে থাকে, তাহলে ধনতেরসে ও দিপাবলীতে সোনার দাম সাংঘাতিক পর্যায়ে চলে যেতে পারে।

English summary
Gold Price in india to get higher till Diwali, sets new record .Gold gets costlier by Rs 3,900 in Aug 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X