For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দামের উর্ধ্বগতি আকাশ ছোঁয়ার পথে! ৫ দিনে লাফিয়ে বাড়ল সোনালী ধাতুর মূল্য

সোনার দামের উর্ধ্বগতি আকাশ ছোঁয়ার পথে! ৫ দিনে লাফিয়ে বাড়ল সোনালী ধাতুর মূল্য

  • |
Google Oneindia Bengali News

গত ৫ দিনে কার্যত লাফিয়ে বেড়ে গেল সোনার দাম। বিয়ের মরশুমের শেষের পথে সামনেই চৈত্র মাস। আর তারপরই বৈশাখ পড়তেই ফের শুরু হবে বিয়ের মরশুম। তার আগে সোনার দামের এমন বৃদ্ধি রীতিমতো চিন্তায় ফেলেছে মধ্যবিত্তকে। একনজরে দেখে নেওয়া যাক, সোনার দাম এখন কোনপথে?

১০ গ্রামে কত বাড়ল দাম?

১০ গ্রামে কত বাড়ল দাম?

গত এক সপ্তাহে প্রতি ১০ গ্রাম সোনায় দাম বেড়েছে ১৮০০ টাকা। ফলে ২৩ ফেব্রুয়ারি ভারতীয় বাজারে সেই দাম পৌঁছেছে ৪৩ হাজারে। যা নিঃসন্দেহে মধ্যবিত্তের পকেটে টানের সমান। একইভাবে রুপোর দামও বেড়ে গিয়েছে।

কলকাতায় সোনার দাম কত?

কলকাতায় সোনার দাম কত?

কলকাতায় ২৩ ফেব্রুয়ারি সোনার দাম ২৪ ক্যারেটে ৪২, ৯৬০ টাকা। মুম্বইতে এই দাম ৪২,৫১০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনা আজ বিক্রি হচ্ছে ৪২,৮১০ টাকায়। বেঙ্গালুরুতে এই পরিমাণ সোনার মূল্য ৪৩,৫৯০ টাকা।

 সোনার দাম বিশ্ববাজারে কেমন পর্যায়ে ?

সোনার দাম বিশ্ববাজারে কেমন পর্যায়ে ?

বিশ্ববাজারেও সোনার দাম রীতিমতো উর্ধ্বমুখী। সেখানে সোনার দাম ১.৬ শতাংশ বেড়ে ১,৬৪৬.২০ আউন্সে গিয়ে ঠেকেছে। আর একদিকে সোনার বাজারে দামের এই উর্ধ্বগতি চিনকে অল্প হলেও প্রভাবিত করছে। করোনা আক্রান্ত চিনে , এই দামের বৃদ্ধি অল্প হলেও বেজিং কে প্রভাবিত করেছে।

সোনার বাড়ছে বিনিয়োগ

সোনার বাড়ছে বিনিয়োগ

সোনার দামের উর্ধ্বগতিতে ক্রমাগত সোনায় বিনিয়োগ বাড়ছে। এসপিডিআর গোল্ডট্রাস্টের মতে সোনার দামে বৃদ্ধিতে এক্সচেঞ্জ ট্রেড-এর ক্ষেত্রে ০.২৫ শতাংশ বৃদ্ধি ঘটিয়েছে। যা গত ৩ বছরে সর্বাধিক।

English summary
Gold Price in India Jumps in 5 days, takes a big leap .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X