For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দামে রেকর্ড বৃদ্ধি ! ভারতে রুপোর মূল্যেও গর্জন অব্যাহত

এই মুহূর্তে সোনার দামের ক্রমাগত বৃদ্ধি দেশের আর্থিক ক্ষেত্রে অন্যতম একটি উদ্বেগের বিষয়। ভারতে ক্রমাগত বাড়ছে সোনালী ধাতুর দাম। গত দুই দিনে সোনার দামে বৃদ্ধি, এযাবৎকালের অন্যতম রেকর্ড গড়েছে।

  • |
Google Oneindia Bengali News

এই মুহূর্তে সোনার দামের ক্রমাগত বৃদ্ধি দেশের আর্থিক ক্ষেত্রে অন্যতম একটি উদ্বেগের বিষয়। ভারতে ক্রমাগত বাড়ছে সোনালী ধাতুর দাম। গত দুই দিনে সোনার দামে বৃদ্ধি, এযাবৎকালের অন্যতম রেকর্ড গড়েছে। এই মুহূর্তে দেশে ১০ গ্রাম সোনার দাম ৩৮, ৮২০ টাকা । কী ঘটে চলেছে সোনার বাজারদরে , দেখে নেওয়া যা একনজরে।

১০ গ্রাম সোনার দাম এখন কত?

১০ গ্রাম সোনার দাম এখন কত?

৯৯.৯ শতাংশ ও ৯৯. ৫ শতাংশ সোনার ১০ গ্রামের দাম এদিন গিয়ে দাঁড়িয়েছে ৩৮,৮২০ টাকায় ও ৩৮,৬৫০ টাকায়। মঙ্গলবারই সোনার ১০ গ্রামের দাম ছিল ৩৮,৭৭০ টাকা। এদিনের শুরুতেই তা বেড়ে যায় ।

রুপোর দাম কত?

রুপোর দাম কত?

রুপোর দাম এদিন প্রতি কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৪৫,০৪০ টাকা। প্রতি কেজির হিসাবে এদিন রুপোর দাম বাড়ে ১,১৪০ টাকা। এদিকে, সোনার দাম ক্রমাগত বেড়ে যাওযায় চাহিদার প্রভাব দেখা গিয়েছে সোনার গয়নায়। সোনার গয়নার চাহিদা ক্রমাগত বাড়তে থাকার কথা যদিও স্বীকার করে নিয়েছেন গয়না বিক্রেতারা।

আন্তর্জাতিক বাজারে কী পরিস্থিতি?

আন্তর্জাতিক বাজারে কী পরিস্থিতি?

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে সোনার দাম আপাতত হেরফের হচ্ছেনা সেভাবে। প্রতি আউন্সে ১,৫০০ ডলার হিসাবে চলছে সোনার দাম। উল্লেখ্য, এদেশে গত বছরের তুলনায় সোনার আমদানী কমে যাওয়ায় তাও প্রভাব ফেলছে দামে। সবমিলিয়ে একাধিক কারণে আপাতত এদেশে সোনাার দাম ক্রমাগত উর্ধ্বমুখী।

English summary
Gold Price hits Record High for consecutive second day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X