সোনার গয়না নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের, আবশ্যিক করা হল হলমার্ক
সোনার দাম বিয়ের মরশুমের আগে খানিকটা চড়তে শুরু করেছিল। তবে, তা গত কয়েক দিনে খানিকটা কমতির দিকে থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে আমজনতা। এবার সেই সোনার গয়না নিয়ে বড়সড় নির্দেশ এসে গেল কেন্দ্রীয় সরকারের তরফে।

আবশ্যিক করতে হবে 'হলমার্ক'
১৫ জানুয়ারি থেকে গোটা দেশ জুড়ে সোনার গয়নায় হলমার্ক আবশ্যিক করতে হবে। এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ান। ফলে আগামীকাল থেকে দেশ জুড়ে সমস্ত সোনার গয়নায় 'হলমার্ক' দেওয়া আবশ্যিক হয়ে গেল।

দেশে হলমার্কের গয়নার কতগুলি কেন্দ্র রয়েছে?
গোটা দেশে হলমার্কের জন্য ৮৯২ টি ল্যাব রয়েছে। দেশের ২৩৪টি জায়গায় রয়েছে এই সমস্ত ল্যাবগুলি। আর সেখান থেকেই সোনার হলমার্কের কাজ হয়ে থাকে। এদিকে, কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, সোনার গয়না এখন থেকে ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট ও ২২ ক্যারেট হিসাবেই অনুমোদিত হবে।

সোনার দাম
সোনার দাম গত কয়েকদিন বেশ খানিকটা নেমে এসেছে। মার্কিন-ইরান উত্তেজনা একটু কম থাকায় সোনা ফের একবার ৪০ হাজারের গণ্ডিতে এসেছে। ফলে, ১০ গ্রামে প্রায় ১৫০০ টাকা কমে গিয়ে সোনার দাম আজ ৪০,৭০০ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে।