For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হলমার্ক বাধ্যতামূলক হল স্বর্ণ গয়নায়, আপনার পুরনো গয়না কী তবে অচল, জেনে নিন সব নিয়ম

হলমার্ক বাধ্যতামূলক হল স্বর্ণ গয়নায়, আপনার পুরনো গয়না কী তবে অচল, জেনে নিন সব নিয়ম

Google Oneindia Bengali News

বুধবার থেকে সোনার গয়নার ক্ষেত্রে বাধ্যতামূলক হল হলমার্ক এবং পর্যায়ক্রমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। মঙ্গলবারই উপভোক্তা বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। তার ফলে সোনার মান ভালো হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রের ঘোষণা

কেন্দ্রের ঘোষণা

কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূশ গোয়েল ঘোষণা করেছেন যে পরিকল্পনার প্রথম পর্যায় অনুযায়ী সোনার গয়নায় বাধ্যতামূলক হলমার্ক প্রথম কার্যকর হবে ২৫৬টি জেলায়। পীয়ূশ গোয়েল বলেছেন, '‌গ্রাহকদের উন্নত সুরক্ষা এবং সন্তুষ্টির জন্য আমাদের সরকারের প্রচেষ্টা অব্যাহত রেখে ২৫৬ টি জেলায় বাধ্যতামূলক হলমার্কিং ১৬ জুন থেকে কার্যকর করা হবে।'‌ তিনি আরও বলেন, '‌হলমার্কের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার জন্য আগামী আগস্ট পর্যন্ত সোনার পাইকারী এবং খুচরো ব্যবসায়ীদের উপর জরিমানা ধার্য করা হবে না।'‌ সোনা হলমার্ক করার বিষয়টি প্রথমে ১৫ জানুয়ারি থেকে কার্যকর করার কথা থাকলেও সেই ডেডলাইন বাড়িয়ে ১ জুন করা হয় ও পরে স্বর্ণ ব্যবসায়ীরা কোভিড-১৯ মহামারির কারণে আরও সময় চাওয়ায় তা ১৫ জুন করে দেওয়া হয়।

 সোনার গয়নায় হলমার্কিং কী?

সোনার গয়নায় হলমার্কিং কী?

হলমার্কিং প্রক্রিয়াটি হল, খাঁটি সোনার বা দামি ধাতুর শংসাপত্র। এই প্রক্রিয়াটি এতদিন সোনার গয়না বিক্রেতা সংস্থার ইচ্ছের ওপর নির্ভর ছিল। এবারে সরকার তা আবশ্যিক করে দিল। সোজা কথায়, খাঁটি সোনার অতিরিক্ত শংসাপত্র হল হলমার্কিং। সরকারের বক্তব্য, হলমার্কিংয়ের ফলে সোনার গয়না বা শিল্প সামগ্রীর ক্রেডিবিলিটি বাড়বে। এছাড়াও খাঁটি সোনা পাবেন গ্রাহকরা, ঠকার সম্ভাবনা কম থাকবে। সোনায় খাদ থাকবে না। সরকার এও জানিয়েছে যে এউ হলমার্কের ফলে বিশ্বের দরবারে ভারতকে শ্রেষ্ঠ স্বর্ণ বাজারে পরিণত করতে সহায়তা করবে। এখানে উল্লেখযোগ্য যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্টান্ডার্ড (‌বিআইএস)‌ এই দেশে ২০০০ সালেই হলমার্কের স্কিম এনেছিল এবং ৪০ শতাংশ স্বর্ণ ব্যবসায়ী বর্তমানে হলমার্ক শংসাপত্র পেয়েছেন। সরকার আরও বলেছে যে গত পাঁচ বছরে আসায়িং এবং হলমার্কিং (এ এবং এইচ) কেন্দ্রগুলিতে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে -৪৫৪ থেকে ৯৪৫ পর্যন্ত।

পুরনো সোনার কী হবে?

পুরনো সোনার কী হবে?

সরকারের ঘোষণার পরে অনেকেরই মনে আশঙ্কা দেখা দিয়েছে, পুরনো সোনার ক্ষেত্রে কী হবে। সেগুলি তো হলমার্কিং নয়। এ ক্ষেত্রে কেন্দ্রের আশ্বাস, পুরনো সোনার গয়না, যেগুলি হলমার্কিং নেই, সেগুলি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এই নির্দেশিকা শুধুমাত্র বিক্রেতাদের জন্য। ঘড়ি, পেন এবং বিশেষ ধরনের গয়নাকে বাধ্যতামূলকভাবে হলমার্কিংয়ের থেকে বাদ রাখা হয়েছে। দোকানদাররা ক্রেতাদের থেকে পুরনো সোনা কিনতে পারবেন।

 কোন ধরনের সোনা বিক্রি হবে

কোন ধরনের সোনা বিক্রি হবে

হলমার্ক বাধ্যতামূলক হওয়ার ফলে আপাতত দেশে ২২, ১৮ এবং ১৪ ক্যারেটের সোনা বিক্রি হবে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, আপাতত দেশে মাত্র ৩০ শতাংশ সোনার গয়না হলমার্ক হয়েছে।

হলমার্কের গাইডলাইন কী

হলমার্কের গাইডলাইন কী

কেন্দ্র জানিয়েছে, যে সব গয়না সংস্থা বা ব্যবসায়ীর বার্ষিক ব্যবসার পরিমাণ ৪০ লক্ষ বা তার কম, তাদের ক্ষেত্রে হলমার্কিং বাধ্যতামূলক নয়। এছাড়া ২০, ২৩, ও ২৪ ক্যারাট সোনা হলমার্কিংয়ের যোগ্য হবে। ভারত সরকারের বাণিজ্য নীতি অনুযায়ী, রফতানি এবং পুনরায় আমদানির জন্য গয়না, আন্তর্জাতিক প্রদর্শনী, সরকার অনুমোদিত ঘরোয়া প্রদর্শনীর জন্য বাধ্যতামূলকভাবে হলমার্কের প্রয়োজন নেই।

English summary
The center declared Hallmark mandatory for gold jewelery from Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X