For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সোনভদ্রের সোনার খনি দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে'

Google Oneindia Bengali News

শনিবার উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন যে রাজ্যের সোনভদ্র জেলায় সোনার খনির সন্ধান মেলায় ভারত আর্থিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে, দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি জানান, শীঘ্রই শুরু হবে সোনা বের করার কাজ। এর জন্য লিজ দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

সোনভদ্রের মাটির নিচে ৩ হাজার টনের বেশি সোনা রয়েছে

সোনভদ্রের মাটির নিচে ৩ হাজার টনের বেশি সোনা রয়েছে

এর আগে ভারতীয় ভূতত্ত্ব বিভাগ জানায় যে উত্তর প্রদেশের সোনভদ্রে যে সোনার খনির হদিস মিলেছে তাতে থাকতে পারে ৩ হাজার টন সোনা। সরকার মাটির সঙ্গে মিশে থাকা সোনা তুলতে খনন কার্যের জন্য তা লিজে দিতে পারে। দুটি জায়গায় সোনার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট মাইনিং অফিসার কেকে রাই। সোনপাহাড়ি এবং হারদিতে এই সোনার সন্ধান পাওয়া গিয়েছে। জিএসআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, সোনপাহাড়িতে সোনার পরিমাণ প্রায় ২৭০০ টন এবং হারদিতে সোনার পরিমাণ ৬৫০ টন।

সোনা খোঁজার কাজ চলে দীর্ঘ ১৫ বছর

সোনা খোঁজার কাজ চলে দীর্ঘ ১৫ বছর

কেকে রাই জানিয়েছেন, জিএসআই প্রথমবার ২০০৫ সালে জানায় এই অঞ্চলে থাকা সোনার ভাণ্ডারের কথা। এরপর থেকে পরীক্ষা শুরু করা হয়। ২০১২ সালে গিয়ে জিএসআই-এর দাবির সত্যতা প্রমাণিত হয়।

সোনার পাশাপাশি থাকতে পারে ইউরেনিয়ামও

সোনার পাশাপাশি থাকতে পারে ইউরেনিয়ামও

বিশেষজ্ঞরা জানিয়েছেন সোনভদ্রে ভৌগলিক অবস্থানের জন্য সেনার খনন কার্য চালানোয় সুবিধা হবে। খনিজ পদার্থে উর্বর শোনভদ্রের মাটিতে সোনার ছাড়াও ইউরেনিয়ামের খোঁজ পাওয়া যেতে পারে বলেও মনে করছে জিএসআই। এব্যাপারে পরীক্ষা চালিয়ে যাওয়া হচ্ছে।

English summary
Gold deposits found in Sonbhadra will help India financially said Uttar Pradesh Deputy CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X