For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গডফাদার না সে গডমাদার, ৬২ বছর বয়সে পড়ল পুলিশের জালে

শুক্রবার দিল্লির এক অপরাধ গোষ্ঠীর ৬২ বছর বয়সী 'গডমাদার' বাসিরান-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এবং তার গ্যাং ১১৩টি মামলায় অভিযুক্ত।

Google Oneindia Bengali News

তার কাহিনি মনে করায় হলিউডি ফিল্ম 'গড ফাদারকে'। তবে সে 'গডমাদার'। এক নাবালক-সহ আট সন্তানকে নিয়ে দিল্লিতে প্রায় ২ দশক ধরে চালাচ্ছে অপরাধ সাম্রাজ্য। শুক্রবার দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকা থেকে সেই ৬২ বছরের বাসিরান-কে গ্রেফতার করা হল। একটি কনট্র্যাক্ট কিলিং-এর মামলায় তাকে গত ৮ মাস ধরে খুঁজছিল পুলিশ।

গডফাদার না সে গডমাদার, ৬২ বছর বয়সে পড়ল পুলিশের জালে

পুলিশ জানিয়েছে বসিরান ও তার পরিবারের সদস্যদের নামে মোট ১১৩টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। হত্যা, চুক্তি ভিত্তিতে হত্যা, তোলাবাজি, মুক্তিপণের জন্য অপহরণ, বেআইনি আমদানি-রপ্তানি, ডাকাতি - হেন অপরাধ নেই যা তারা করেনি। শুধুমাত্র সঙ্গম বিহার পুলিশ স্টেশনেই বাসিরানের নামে ৯টি মামলা আছে।

বাসিরানের গ্রেফতারিতে যুক্ত এক পুলিশ কর্তা জানিয়েছেন, 'তার নামে সাম্প্রতিক অভিযোগটি হল ২০১৭ সালে মিরাজ নামে এক ২১ বছর বয়সীকে চুক্তির ভিত্তিতে হত্যার। এই মামলায় বাসিরানের দুই ছেলে ইতিমধ্যেই জেল খাটছে।'

২০২৭ সালের সেপ্টেম্বরে সঙ্গম বিহারের কে ব্লকে মিলেছিল মিরাজের পচাগলা দেহ। গত জানুয়ারিতে পুলিশ এই মামলার সমাধান করে। জানা যায় বাসিরান-এর গ্যাঙই মিরাজের সতবোন মুন্নি বেগমের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে খুন করেছে মিরাজকে।

বাসিরানের দুই ছেলেকে গ্রেফতার করা গেলেও সে পুলিশের চোখে ধূলো দিয়ে পালাচ্ছিল। এরপর পুলিশ তাকে আর্থিক ও মানসিক দিক থেকে চাপে ফেলতে সঙ্গম বিহারে তাঁর সব বেআইনি সম্পত্তি বাজেয়াাপ্ত করা শুরু করে। পুলিশ জানিয়েছে তাদের স্ট্র্যাটেজি কার্যকর হয়।

সম্পত্তি কিভাবে ফেরানো যায় তা নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলতে গত শুক্রবার বাসিরান সঙ্গম বিহারে আসে। তক্কে তক্কে ছিল পুলিশ। বাসিরান সঙ্গম বিহারে পা রাখা মাত্র তাকে গ্রেফতার করা হয়।

[আরও পড়ুন:কেরলে বিধ্বংসী বন্যা! হড়পা বানে মৃত্যু নদিয়ার যুবকের][আরও পড়ুন:কেরলে বিধ্বংসী বন্যা! হড়পা বানে মৃত্যু নদিয়ার যুবকের]

পুলিশ জানিয়েছে বাসিরানের জন্ম উত্তরপ্রদেশের আগ্রায়। তার বিয়ে হয়েছিল রাজস্থানের এক ব্যক্তির সঙ্গে। তার সঙ্গেই সে দিল্লি এসেছিল। ৯০-এর দশকে রোজগারের কোনও উপায় না পেয়ে সে বেআইনি আমদানি-রপ্তানির কাজ শুরু করে। তারপর থেকে আর পিছনে ফিরে দেখেনি। একের পর এক অপরাধে এগিয়ে যায়।

[আরও পড়ুন:রাজ্যে আসছে বাজপেয়ীর অস্থি কলস! বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে][আরও পড়ুন:রাজ্যে আসছে বাজপেয়ীর অস্থি কলস! বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে]

[আরও পড়ুন:পুলিশকর্মীর বাড়িতে হানা ডাকাতদলের! লুঠ কয়েক লক্ষের সম্পত্তি, এলাকায় আতঙ্ক][আরও পড়ুন:পুলিশকর্মীর বাড়িতে হানা ডাকাতদলের! লুঠ কয়েক লক্ষের সম্পত্তি, এলাকায় আতঙ্ক]

English summary
'Godmother' of a Delhi crime gang, 62 years old Basiran, is arrested by the police on Friday. She and her gang are wanted in 113 cases.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X