For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CAA বিরোধিতায় মুখর রাজ ঠাকরে কেন দেড় মিনিটে বক্তৃতা শেষ করতে বাধ্য হলেন ! আড়ালে কোন কারণ

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র থেকে বাংলাদেশী ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা নিয়ে কয়েকদিন আগেই মহারাষ্ট্রের রাস্তায় ঝোড়ে মিছিল দেখা গিয়েছিল রাজ ঠাকরে পরিচালিত মহারাষ্ট্র নব নির্মাণ সেনার। সিএএ পরবর্তী পর্যায়ে রাজের দলকে বারবার দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতায়। যদিও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ২৮৮ এর মধ্যে মাত্র ১ টি আসন জিতেছে রাজের দল। তবুও , রাজনৈতিক প্রাসঙ্গিকতা ফিরে পেতে এবার মরিয়া চেষ্টা মহারাষ্ট্রের বুকে করছে এমএনএস। এমন পরিস্থিতিতে রাজের অউরাঙ্গাবাদ সভায় ঘটে গেল চরম কাণ্ড।

অউরাঙ্গাবাদে কী ঘটেছে?

অউরাঙ্গাবাদে কী ঘটেছে?

কথায় বলে মহারাষ্ট্রের বুকে ঠাকরে পরিবারের কেউ দাঁড়ালেই সেখানে লোক জড়ো হয়ে যায়। কিন্তু অউরাঙ্গাবাদে ঘটে গেল ঠিক এর উল্টোটা। সেখানে একটি সভায় রাজ ঠাকরেকে বক্তব্য রাখতে দেখা গেল মাত্র দেড় মিনিট।

দশ হাজার মানুষের সমাগমের কথা, কিন্তু...

দশ হাজার মানুষের সমাগমের কথা, কিন্তু...

মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কাছে খবর ছিল যে , তাঁদের দলীয় প্রধানের সভায় ১০ হাজার মানুষ আসবেন। আর আদতে দেখা গেল , ঠিক তার উল্টোটা। সেখানে শনিবারের সভায় লোকসংখ্যা এতটাই কম ছিল যে, দেড় মিনিট মাত্র বক্তব্য রেখেছেন রাজ।

 দাপুটে ঠাকরে নেতাকে নিয়ে দলীয় বক্তব্য

দাপুটে ঠাকরে নেতাকে নিয়ে দলীয় বক্তব্য

ঠাকরে বংশের অন্যতম দাপুটে নেতা রাজকে নিয়ে এরপর এমএনএস জানায়,শিক্ষকদের একটি সভায় সেদিন আমন্ত্রিত ছিলেন রাজ। আর সেখানে তাঁর বক্তব্য রাখবারও কথা ছিলনা। তাই সকলের দেড় মিনিট তিনি বক্তব্য রাখেন।

 সিএএ বিরোধিতা রাজের হিন্দুত্ববাদ

সিএএ বিরোধিতা রাজের হিন্দুত্ববাদ

চিরকালই কাকা বাল ঠাকরের মতো কট্টর হিন্জুত্ববাদের রাস্তায় হেঁটে মহারাষ্ট্রে নিজের দল এমএনএসকে প্রতিষ্ঠা করেছেন রাজ।যে দল ২০০৯ সালে মারাঠা বিধানসভা ভোটে ১৩ টি আসন পেলেও, ২০১৯ সালের ভোটে ১ টি মাত্র আসন পেয়েছে। আপাতত সিএএ নিয়ে বিজেপির সমর্থনে বাংলাদেশী ও পাকিস্তানি অনুপ্রবেশকরী বিতারণে পক্ষে সওয়াল করে রাজনৈতিক ঘুঁটি সাজাতে ব্যস্ত এমএনএস।

English summary
Gobsmacked Raj Thackeray Ends His Speech Within 1.5 Minutes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X