For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কোকাকোলা'য় চুমুক দিতেই সবচেয়ে ভালোবাসে এই ছাগল!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কানপুর, ১৩ সেপ্টেম্বর : কথায় বলে 'পাগলে কি না বলে, আর ছাগলে কি না খায়'। বহুকাল ধরে চলে আসা এই প্রবাদটিকে একেবারে সত্যি করে দেখিয়েছে একটি ছাগল। ঈদে হয়ত তাঁকে বলি দিয়ে দেওয়া হবে, তবে তার আগে এক অনন্য নজির সৃষ্টি করে গিয়েছে ছাগলটি। [বারবার একই অপরাধ করায় 'গ্রেফতার ছাগল']

কানপুর নিবাসী সুরাটের কাপড় ব্যবসায়ী জনৈক আকিব ৩ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে 'বাদল' নামের ছাগলটিকে ঈদে কুরবানি দেওয়ার জন্য কিছুদিন আগে কেনেন। ছাগলটির ওজন ছিল ১৪০ কেজি। [নিজের পুত্রসন্তানকে বিক্রি করে ছাগল কিনলেন মা!]

'কোকাকোলা'য় চুমুক দিতেই সবচেয়ে ভালোবাসে এই ছাগল!

কেনার পর থেকেই ছাগলটি প্রায় সেলেব্রিটি হয়ে উঠেছিল আশপাশের মানুষের কাছে। তার কারণ অবশ্য ছিল ছাগলটির খাদ্যাভ্যাস। আকিবের সূত্রে জানা গিয়েছে, বাদল নামের ছাগলটি সবচেয়ে ভালোবাসত কোকাকোলা জাতীয় নরম পানীয় খেতে। [গো-বলয়ে মদ্যপ প্রৌঢ়ের হাতে ধর্ষিত গোয়াল পালানো 'গরু']

বাটিতে কোক ঢেলে দিয়েই চুকুচক করে খেয়ে ফেলত সে। এছাড়াও বাদল ভালোবাসে আপেল, কলা, ঘি, বাদাম, কাজুবাদাম, ঘি, ছাতু ও ময়দা খেতে। সবমিলিয়ে বাদলের পিছনে মাসিক ৩৫ হাজার টাকা খরচ হতো বলেও জানিয়েছেন আকিব নামে ওই ব্যবসায়ী। [গরুর হৃৎপিন্ডে নতুন প্রাণ ফিরে পেলেন ৮১ বছরের বৃদ্ধা]

বাদলের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল, যে ছাগলটির সম্পর্কে জানত, সেই এসে সেলফি তুলে নিয়ে যেত। গুজরাতের এক ব্যবসায়ী আকিবকে ২১ লক্ষ টাকা দিয়ে বাদলকে কিনতে চেয়েছিলেন। তবে আকিব বিক্রি করেননি। তবে তার পিছনে কোনও ভালোবাসা নয়। রয়েছে ধর্মীয় কারণ। ঈদে কুরবানির জন্য ছাগলটি কিনেছিলেন তিনি। সেটাই তাঁর একমাত্র উদ্দেশ্য ছিল বলে জানা গিয়েছে।

English summary
Goat guzzles Coca-Cola in Kanpur, May be slaughtered in Eid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X