For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনে জয় পেতে পুরোহিতের পরামর্শ, শুভ‌ সময় মেনে মনোনয়ন জমা দিতে চান গোয়ার প্রার্থীরা

নির্বাচনে জয় পেতে পুরোহিতের পরামর্শ, শুভ‌ সময় মেনে মনোনয়ন জমা দিতে চান গোয়ার প্রার্থীরা

Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আগমী ১৪ ফেব্রুয়ারি এক দফায় নির্বাচন হবে এই রাজ্যে। গোয়া নির্বাচনে দাঁড়ানো প্রার্থীরা চাইছেন যে ২৭ জানুয়ারি তাঁরা তাঁদের মনোনয়ন পত্র জমা দিক। কিন্তু ২৭ জানুয়ারি কেন?‌

২৭ জানুয়ারিতে রয়েছে শুভ সময়

২৭ জানুয়ারিতে রয়েছে শুভ সময়

রাজ্য বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে এটা দ্বিতীয়-শেষদিন। কিন্তু হিন্দু ক্যালেন্ডার মতে এই দিনটির শুভ সময়ের ইঙ্গিত মিলেছে, সেটা হল সকাল ৮টা ৫০ মিনিট থেকে শুরু করে দুপুর ৩টে ২৮ মিনিট পর্যন্ত। তাই যাঁরা শুভ মুহূর্ত বা সময় মেনে চলেন, তাঁরা কখনই ২১ জানুয়ারি, যেদিন মনোনয়ন জমা দেওয়া শুরু হয় ও ২৮ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষদিনের মধ্যেকার কোনও দিনকে বাছাই করবেন না।

 ২১, ২৩ ও ২৬ জানুয়ারি কেন জমা পড়ল না মনোনয়ন

২১, ২৩ ও ২৬ জানুয়ারি কেন জমা পড়ল না মনোনয়ন

মকর সংক্রান্তির দিন থেকে হিন্দু মাস পৌষ মাসের আগমনকে গোয়ার অনেকেই কোনও শুভ সূচনা করার জন্য সেরা সময় বলে মনে করেন না। কিন্তু দেখা গিয়েছে যে ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারিও শুভদিন। যদিও ২৩ জানুয়ারি রবিবার পড়েছিল এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের জন্য সরকারি ছুটি ছিল, তাই প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। অন্যদিকে, ২১ জানুয়ারি সঙ্কট চতুর্থী হওয়ায় তা ভালো দিনগুলির মধ্যে একদিন ছিল, কিন্তু মনোনয়নের প্রথম দিন হওয়ার কারণে, অনেকেই সেইদিন মনোনয়ন জমা দিতে ব্যর্থ হন, কারণ দলগুলি তখনও টিকিট ঘোষণা করে যাচ্ছিল।

শুভদিন–সময় দেখে মনোনয়ন জমা

শুভদিন–সময় দেখে মনোনয়ন জমা

মার্কাইম বিধায়ক এবং প্রাক্তন পিডব্লিউডি মন্ত্রী রামকৃষ্ণ 'সুদিন' ধাবলিকার এ প্রসঙ্গে বলেন, '‌যে তারিখগুলি দেওয়া হয়েছে তার মধ্যে থেকেই শুভ সময় বের করে প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন।'‌ তিনি এও বলেন, '‌আমরা মুখ্য নির্বাচন কর্মকর্তাকে চিঠি লিখে তাঁদের মনোযোগ দিতে বলেছি যে ২৩ ও ২৬ জানুয়ারি সরকারি ছুটি থাকার কারণে অনেকেই মনোনয়নপত্র জমা দিতে পারেনি। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে ভিড় এড়ানোর জন্য তাঁরা যাতে মনোনয়ন জমা দেওয়ার মেয়াদ বাড়িয়ে দেন।'‌ কিন্তু আলডোনার বিধায়ক গ্লেন টিকলো জানিয়েছেন যে তিনি মনোনয়ন জমা দেওয়ার জন্য সাধারণত শুভ দিনের অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, '‌চার্চে আশীর্বাদ নেওয়ার পর আমি আমার মনোনয়ন পত্র জমা দিই। আমি শুভ সময়ে বিশ্বাসী নই তবে শুভ দিনটিকে মেনে চলি।'‌

নিয়ম ও সংস্কারের ফাঁদে প্রার্থীরা

নিয়ম ও সংস্কারের ফাঁদে প্রার্থীরা

গোয়ার মুখ্য নির্বাচনী আধিকারিক, কুনাল, যদিও ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে মনোনয়নের সময়সূচী চূড়ান্ত করা হয়েছিল এই বিবেচনা নিয়ে যে সরকারী ছুটি থাকা সত্ত্বেও, প্রার্থীদের এখনও তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য পাঁচ দিনের বেশি সময় রয়েছে। তবে আশ্চর্যের বিষয় নির্বাচনী আধিকারিকরা যখন নিয়ম-রীতি বইতে জোর দিচ্ছেন, তখন পুরোহিতরা প্রার্থীদের প্রশ্নের উত্তর খুঁজতে পঞ্চাঙ্গে দৃষ্টি নিবেশ করছেন। পোরবোরিমের পুরোহিত কৃষ্ণ ভাট বলেন, '‌যে সব প্রার্থী আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি তাঁদের বলেছি যে ২৭ জানুয়ারির দিনটি খুবই ভালো দিন।' তিনি এও বলেন, '‌আসলে পৌষ মাস কেবলমাত্র নতুন বাড়ির উদ্বোধন ও বিয়ের পাকা কথা চূড়ান্ত করার জন্য ভালো সময় বলে মানা হয় না। যদিও গোয়ায় এ ধরনের বিশ্বাস আরও আগে চলে গিয়েছে এবং এই মাসকে '‌শূন্য মাস'‌ বলে মানা হয়, বা এমন একটি মাস যেখানে কাউকে থামতে হবে। কিন্তু যে তারিখগুলি দেওয়া হয়েছে তার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার জন্য ভালো দিন উপলব্ধ রয়েছে।'‌‌

২৭ জানুয়ারি জমা পড়বে অধিকাংশ মনোনয়ন পত্র

২৭ জানুয়ারি জমা পড়বে অধিকাংশ মনোনয়ন পত্র

বড় দলগুলি অধিকাংশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেও এখনও অনেকেই তাঁদের মনোনয়ন জমা দেয়নি। তবে ২৭ জানুয়ারি এই দৃশ্য পরিবর্তন হতে পারে এবং সেটা দ্বিতীয়-শেষদিনের জন্য নয় বরং এইদিন শুভ দিন বলে বিবেচিত করা হচ্ছে।

English summary
goa polls 2022 candidates want to file nomination on a auspicious time,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X