For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের মতো গোয়াতেও অপেক্ষা করছে বড় চমকের, দাবি সঞ্জয় রাউতের

মহারাষ্ট্রের মতো গোয়াতেও অপেক্ষা করছে বড় চমকের, দাবি সঞ্জয় রাউতের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের পর গোয়াতেও হতে পারে বড়সড় চমক। শুক্রবার এমনই সম্ভাবনার কথা শোনালেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি জানান, বিজেপি শাসিত গোয়াতেও খুব শীঘ্রই রাজনৈতিক ভূমিকম্প হতে চলেছে।

মহারাষ্ট্রের মতো গোয়াতেও অপেক্ষা করছে বড় চমকের, দাবি সঞ্জয় রাউতের


সঞ্জয় রাউত সংবাদমাধ্যমের সামনে বলেন, '‌গোয়া ফরোয়ার্ড পার্টি প্রেসিডেন্ট বিজয় সরদেশাই সহ অন্তত চারজন বিধায়ক শিব সেনার সঙ্গে যোগাযোগ করেছে। আমরা ঠিক করেছি যে কংগ্রেসকে সঙ্গে নিয়ে গোয়াতে আলাদা একটি ফ্রন্ট তৈরি করব। আমরা আশা করছি যে গোয়াতেও খুব শীঘ্রই কোনও চমক হতে পারে।’‌ গোয়ার প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রতে একদিন আগেই শিব সেনা–এনসিপি–কংগ্রেসের মহা বিকাশ আগহাদির নেতৃত্বে থাকা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দায়িত্ব নিয়েছেন।

প্রসঙ্গত, সরদেশাই ক্রমাগত জানিয়েছেন যে তাঁর দল যখন গোয়ায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিরোধিতা করে, তার দল প্যান–ইন্ডিয়া জাতীয় গণতান্ত্রিক জোটের একটি অংশ হিসাবে অবিরত রয়েছে। এ বছরের মার্চ মাসে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের মৃত্যু হলে প্রমোদ সাওয়ান্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন এবং সরদেশাইকে উপ–মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন।

বিজেপির ক্ষমতা নাশ করার জন্য গোয়ায় কংগ্রেসকে নিয়ে আলান্দা ফ্রন্ট তৈরি করা হবে, এ প্রসঙ্গে রাজ্য কংগ্রেসের মুখপাত্র ত্রানজানো ডি’‌মেল্লো বলেন, '‌কোনও ফ্রন্ট তৈরি হচ্ছে না। এটা কি আইনসভা বা রাজনৈতিক ফ্রন্ট যার বিষয়ে তিনি কথা বলছেন?’‌ কংগ্রেস মুখপাত্র জানান যে সরদেশাইয়ের গোয়া ফরোয়ার্ড পার্টি অন্য রাজনৈতিক দলের মধ্যে একটি, যারা গোয়ায় বিজেপির অবৈধ সরকার গড়তে সাহায্য করেছিল। ডি’‌মেল্লো বলেন, '‌এই সরকার শীঘ্রই ভেঙে যেতে বাধ্য কারণ এটি অবৈধতার উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে।’‌

প্রথম দফায় ১৩ আসনে ভোটের আগে সরগরম ঝাড়খণ্ডের রাজনীতির ময়দান প্রথম দফায় ১৩ আসনে ভোটের আগে সরগরম ঝাড়খণ্ডের রাজনীতির ময়দান

তফসিলি জাতি উপজাতি তালিকায় সংশোধনের জন্য কেন্দ্রের কাছে আবেদন ১৬ টি রাজ্যেরতফসিলি জাতি উপজাতি তালিকায় সংশোধনের জন্য কেন্দ্রের কাছে আবেদন ১৬ টি রাজ্যের

English summary
The Sena leader's comments on the political situation in the neighbouring state came a day after the Shiv Sena-Nationalist Congress Party-Congress' Maha Vikas Aghadi led by Chief Minister Uddhav Thackeray took office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X