For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়া : আস্থাভোটে বাজিমাত বিজেপির, সরকার গড়ায় শিলমোহর

মনোহর পর্রিকারের নেতৃত্বে গোয়া বিধানসভায় সরকার গড়ার দিকে এগোল বিজেপি। বিধানসভায় আস্থাভোটে জিতে গিয়েছে গেরুয়া শিবির।

  • |
Google Oneindia Bengali News

পানাজি, ১৬ মার্চ : মনোহর পর্রিকারের নেতৃত্বে গোয়া বিধানসভায় সরকার গড়ার দিকে এগোল বিজেপি। বিধানসভায় আস্থাভোটে জিতে গিয়েছে গেরুয়া শিবির। সরকার গড়তে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য কিছুক্ষণ আগেই শুরু হয় আস্থাভোট। বিজেপি নেতা মনোহর পর্রিকারের নেতৃত্বের এই সরকারে ৯ জন মন্ত্রী এদিন শপথ নেন।

৪০ আসনের গোয়া বিধানসভায় বর্তমানে ২২ জন বিধায়কের সমর্থন রয়েছে পর্রিকার শিবিরে। বিজেপি ছাড়াও বিধায়কদের মধ্যে রয়েছেন এমজিপির সদস্যরা। শিবিরে রয়েছেন নির্দল বিধায়করাও।

গোয়া : আস্থাভোটে বাজিমাত বিজেপির, সরকার গড়ায় শিলমোহর

এর আগে গোয়ায় সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে টালবাহানা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। গোয়ায় কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিজেপির নেতৃত্বে সরকার গঠনের উদ্যোগ শুরু হওয়ার পর পরই তা নিয়ে বিরোধিতা শুরু করে কংগ্রেস। এ নিয়ে তারা সুপ্রিমকোর্টে একটি মামলাও দায়ের করে।

এরপর কংগ্রেসের আবেদন খারিজ করে, বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোটের নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। পাশপাশি গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে মনোহর পর্রিকারকে শপথ গ্রহণের জন্যও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

English summary
Goa Chief Minister Manohar Parrikar today proved he has the numbers. He won the floor test with 22 MLAs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X