For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের স্যুটকেসের সামনে মাথা নত করেননি নেতারা! গোয়ায় স্থিতিশীল সরকার দেবে বিজেপি, বললেন দেবেন্দ্র ফড়নবিশ

বিধানসভা নির্বাচনের (goa election 202) জন্য দলের প্রার্থী তালিকা প্রকাশ করে আপ (AAP), তৃণমূল (Trinamool Congress) এবং কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ গোয়ায় দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনের (goa election 202) জন্য দলের প্রার্থী তালিকা প্রকাশ করে আপ (AAP), তৃণমূল (Trinamool Congress) এবং কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ গোয়ায় দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)। তিনি বলেছেন, বিজেপি সবসময়ই স্থায়ী সরকারে বিশ্বাস করে।

 কংগ্রেসকে নিশানা

কংগ্রেসকে নিশানা

ফড়নবিশ বলেছেন, পারিক্করজি থেকে সওয়ান্তজি সবাই গোয়ায় বিজেপিরকে দেখেছে। বিজেপি ভাল ও স্থায়ী সরকারে বিশ্বাসী। গোয়ার দায়িত্বপ্রাপ্ত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, কংগ্রেসের সরকার দুর্নীতিগ্রস্ত। তিনি কটাক্ষ করে বলেছেন, সরকারে তাদের স্বার্থ শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত রাজনীতির জন্য। গোয়ায় ইতিমধ্যে অনেক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। যে ঘটনার নিন্দা করেছেন তিনি।

টাকার স্যুটকেট নিয়ে গোয়ায় তৃণমূল

টাকার স্যুটকেট নিয়ে গোয়ায় তৃণমূল

গোয়ায় তৃণমূলের রাজনীতিরও কড়া সমালোচনা করেছেন দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেছেন, তৃণমূল গোয়ায় যে জোট গঠন করেছিল তা ব্যর্থ হয়েছে। গোয়া তৃণমূলের আগ্রাসী রাজনীতিকে বর্জন করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর অভিযোগ, দলের বিস্তারকে সামনে রেখে তৃণমূল গোয়া এসেছিল স্যুটকেস নিয়ে। কিন্তু গোয়ার নেতারা বিক্রির জন্য প্রস্তুত নন বলে মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত তৃণমূল গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছে। ৪০ টি আসনের মধ্যে তাদেরকে ৮ টি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে এদিন ফড়নবিশ যে মন্তব্য করলেন, তা অনেক আগে থেকেই বলে আসছেন বাংলার বিরোধী সবকটি দলই।

আপ হল মিথ্যার দল

আপ হল মিথ্যার দল

এদিন ফড়নবিশ বলেছেন আপ হল মিথ্যার দল। সেই কারণেই গোয়ার মানুষ আপকে বর্জন করবেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আপযে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তার প্রকাশ হয়ে পড়েছে দিল্লিতেও।

৩৪ জনের প্রার্থী তালিকা বিজেপির

৩৪ জনের প্রার্থী তালিকা বিজেপির

এদিন বিজেপির তরফে গোয়ায় ৪০ টি আসনের মধ্যে ৩৪ টির জন্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত লড়াই করবেন সানকেলিম থেকে। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী মনোহর আঁজগাঁওকর প্রতিদ্বন্দ্বিতা করবেন মারগাঁও থেকে।

প্রার্থী তালিকায় নাম নেই মনোহর পারিক্করের ছেলের

প্রার্থী তালিকায় নাম নেই মনোহর পারিক্করের ছেলের

উল্লেখযোগ্যভাবে গোয়ায় বিজেপির প্রার্থী তালিকায় নাম নেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের ছেলে উৎপল পারিক্করের। দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন পানজিমের বর্তমান বিধায়ককেই এবার টিকিট দেওয়া হয়েছে। উৎপল পারিক্করকে দুটি বিকল্পের কথা বলা হয়েছে। তিনি প্রথমটি বাতিল করেছেন। তবে তাঁর সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন জেবেন্দ্র ফড়নবিশ। দ্বিতীয় বিকল্পের ব্যাপারে উৎপল রাজি হয়ে যাবেন বলে মনে করেন ফড়নবিশ। এদিকে গোয়ার প্রার্থী তালিকায় নাম না থাকায় উৎপল পারিক্করকে আপ-এর টিকিটে লড়াই করার জন্য আবেদন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত গোয়ায় নির্বাচন হবে ১৪ ফেব্রুয়ারি। ফল ঘোষণা হবে ১০ মার্চ।

করোনা সনাক্ত করতে এবার কি PCR টেস্টের বদলে X-ray? ফল ৯৮% সঠিক, দাবি বিজ্ঞানীদের করোনা সনাক্ত করতে এবার কি PCR টেস্টের বদলে X-ray? ফল ৯৮% সঠিক, দাবি বিজ্ঞানীদের

English summary
TMC came with a suitcase, Devendra Fadnavis says after releasing BJP candidate list in Goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X