For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa Election 2022: কথা কংগ্রেস-বিজেপির সঙ্গে! কাকে সমর্থন, তৃণমূলসঙ্গী এমজিপির উত্তরে জল্পনা তীব্র

প্রায় সবকটি জনমত সমীক্ষায় বলা হয়েছে গোয়ায় (Goa) কোনও দলই এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যা নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছে সেখানকার যুযুধান দুই দল কংগ্রেস(Cong) ও বিজেপি (BJP)। কংগ্রেসের তরফ থেকে একদিকে যেমন তৃণমূল (TMC)-এ

  • |
Google Oneindia Bengali News

প্রায় সবকটি জনমত সমীক্ষায় বলা হয়েছে গোয়ায় (Goa) কোনও দলই এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যা নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছে সেখানকার যুযুধান দুই দল কংগ্রেস(Cong) ও বিজেপি (BJP)। কংগ্রেসের তরফ থেকে একদিকে যেমন তৃণমূল (TMC)-এমজিপি (MGP) ও আপ (AAP)-এর সঙ্গে কথা বলা হয়েছে, অন্যদিকে বিজেপির তরফে এমজিপির সঙ্গে কথা বলা হয়েছে। যা স্বীকার করে নিয়েছেন এমজিপি নেতা সুধীন ধাবালিকর।

কংগ্রেস-বিজেপি উভয়ের সঙ্গেই কথা

কংগ্রেস-বিজেপি উভয়ের সঙ্গেই কথা

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে গোয়ার মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির নেতা সুধীন ধাবালিকর জানিয়েছেন বিজেপি ও কংগ্রেস উভয় দলই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে কংগ্রেস তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছেন।

জোটসঙ্গীর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত

জোটসঙ্গীর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত

এদিন এমজিপি নেতা বলেছেন, যেহেতু তারা জোটে রয়েছেন, তাই একা চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিতে পারবেন না। তবে তিনি দাবি করেছেন তৃণমূল এবং এমজিপি জোট ১০ টির বেশি আসনে জয়ী হবে। প্রসঙ্গত ১০ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে বাকি চার রাজ্যের সঙ্গে গোয়াতেও বিধানসভা ভোটের গণনা শুরু হবে। সুধীন ধাবালিকর বলেছেন, তাদের জোট ১০০ শতাংশ। বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত আসন সংখ্যা জানার পরে তৃণমূলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। ইতিমধ্যে তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের দেখা হয়েছে।

তৃণমূল না হলেও, এমজিপি বিজেপিকে সমর্থন করতে পারে

তৃণমূল না হলেও, এমজিপি বিজেপিকে সমর্থন করতে পারে

এমজিপি বিজেপিকে সমর্থনের ইঙ্গিত দিলেও, তৃণমূল দলগতভাবে বিজেপিকে সমর্থন দিতে পারবে না, যদি না কোনও বিধায়ক দলের সিদ্ধান্ত অমান্য করেন। এমজিপি বিজেপিকে নিয়ে আগের সব ঘটনা ভুলে যাওয়ারও ইঙ্গিত করেছে। সেক্ষেত্রে প্রমোদ সওয়ন্তকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি তুলতে পারে এমজিপি। প্রসঙ্গত ২০১৯-এ মনোহর পারিক্করের মৃত্যুর পরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন প্রমোদ সওয়ন্ত। তিনি এমজিপিকে মন্ত্রিসভা থেকে বাদ দেন।

জনমত সমীক্ষার ফলাফল

জনমত সমীক্ষার ফলাফল

৭ মার্চ বেশিরভাগ জনমত সমীক্ষায় বলা হয়েছে গোয়ার ৪০ টি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ২১ টি আসন পাবে না। দুই দলই ১৬ থেকে ১৭ পর্যন্ত গিয়ে থেমে যেতে পারে। তৃণমূল, এমজিপি কিংবা আপ, ২ থেকে ৪ টি করে আসন পেতে পারে বলেও বলা হয়েছে সমীক্ষায়। অন্যদিকে কংগ্রেস ২০১৭-র পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজি নয়। সেই কারণে তারা গণনা শুরুর অনেক আগে থেকেই এমজিপি-তৃণমূল-আপের সঙ্গে আলোচনা শুরু করেছে। পাশাপাশি গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত নেতা পি চিদাম্বরম বলেছেন, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও, ছএাল দলগুলিকে সরকারের অংশ করবে।

পুর নির্বাচনে বিপুল জয় বিজেপির! উন্নয়নে আদর্শ মোদীজি, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাপুর নির্বাচনে বিপুল জয় বিজেপির! উন্নয়নে আদর্শ মোদীজি, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

English summary
TMC ally MGP leader Sudhin Dhavalikar says both BJP and Congress leaders are in touch with them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X