For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa Election 2022: ২০১৭-র ভুলের পুনরাবৃত্তি নয়! ফল প্রকাশের আগে ত্রিশঙ্কু অবস্থা নিয়ে পরিকল্পনা কংগ্রেসের

মধ্যে মাত্র দুদিন। তারপরেই অন্য চার বিধানসভার সঙ্গে গোয়া বিধানসভারও (goa election 2022) ফল প্রকাশ। ২০১৭-র ঘটনা যাতে আর ফিরে না আসে তার জন্য আগে থেকেই পরিকল্পনা শুরু করেছে কংগ্রেস (Congress)। ২০১৭ সালে গোয়ায় (Goa) ৪০ ট

  • |
Google Oneindia Bengali News

মধ্যে মাত্র দুদিন। তারপরেই অন্য চার বিধানসভার সঙ্গে গোয়া বিধানসভারও (goa election 2022) ফল প্রকাশ। ২০১৭-র ঘটনা যাতে আর ফিরে না আসে তার জন্য আগে থেকেই পরিকল্পনা শুরু করেছে কংগ্রেস (Congress)। ২০১৭ সালে গোয়ায় (Goa) ৪০ টির মধ্যে ১৭ টি আসন জিতেও ক্ষমতায় আসতে পারেনি কংগ্রেস। বিজেপি (BJP) ১৩ টি আসন জয় করে ক্ষমতা দখল করেছিল। গোয়ায় ক্ষমতা দখলের ম্যাজিক ফিগার হল ২১।

ক্ষমতা তাদের হাতেই থাকবে, আশা বিজেপির

ক্ষমতা তাদের হাতেই থাকবে, আশা বিজেপির

বিজেপি আশা করছে গোয়ার মানুষ তাঁদেরকে ভোট দিয়েই ক্ষমতায় ফেরাবেন। গোয়ায় উন্নয়ন আর কাজের নিরিখেই মানুষ তাদেরকে ক্ষমতায় ফেরাবে বলেই মনে করছে বিজেপি। অপর প্রান্তে কংগ্রেস প্রতিষ্ঠান বিরোধিতা, তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ওপরে নির্ভর করছে।

আগে থেকেই যোগাযোগ শুরু কংগ্রেসের

আগে থেকেই যোগাযোগ শুরু কংগ্রেসের

এদিকে যাতে ২০১৭-র পরিস্থিতি ফের একবার না তৈরি হয়, তার জন্য সিনিয়র কংগ্রেস নেতারা গোয়ায় গিয়েছেন। সেখানে তারা আঞ্চলিক দল ছাড়াও জয়ের জায়গায় থাকা নির্দলপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। গোয়া কংগ্রেসের পর্যবেক্ষক পি চিদাম্বরম এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা দীনেশ রাও সম্ভাব্য ত্রিশঙ্কু ফলাফল নিয়ে আলোচনা শুরু করেছেন বলে জানা গিয়েছে।
গোয়া কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন, গোয়া এবং দিল্লির নেতারা দলের প্রার্থীদের সঙ্গে আলাদা করে আলোচনা করছেন, পরিস্থিতি বোঝায় চেষ্টা করছেন। ২০১৭ থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস এবার গোয়ায় সরকার গঠনের আশাবাদী বলে জানিয়েছেন ওই নেতা। এবার সেরকম কোনও ভুল হবে না বলেও জানানো হয়েছে কংগ্রেসের তরফে।

বিজেপি বিরোধী দলের সঙ্গে ভোট পরবর্তী জোট

বিজেপি বিরোধী দলের সঙ্গে ভোট পরবর্তী জোট

স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীনেশ রাও বলেছেন, কংগ্রেস বিজেপি বিরোধী বিভিন্ন দলের সঙ্গে ভোট পরবর্তী জোট করতে প্রস্তুত। এব্যাপারে তিনি আপ আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসের নামও উল্লেখ করেছেন। এবারের নির্বাচনে আপ গোয়ায় কোনও দলের সঙ্গে ভোট পূর্ববর্তী সমঝোতা করেনি। অন্যদিকে তৃণমূল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছিল।

ফল প্রকাশের দিনেই সরকার গঠনের দাবি

ফল প্রকাশের দিনেই সরকার গঠনের দাবি

ভোটের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মাইকেল লোবোও গলের জয়ের ব্যাপারে আশাবাদী। তাঁকে সাধারণ মানুষ উত্তর গোয়ার কিং মেকার হিসেবে জানে। তাঁর স্ত্রী এবার কংগ্রেসের টিকিটে ভোটে লড়াই করেছেন। মাইকেল লোবো দাবি করেছেন, তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাদের সঙ্গে সংখ্যা থাকবে এবং ফল প্রকাশের পরে বিকেল পাঁচটায় তারা রাজভবনে যাবেন। বিজেপির সঙ্গে তাঁর কোনও রকমের যোগাযোগের কথাও তিনি অস্বীকার করেছেন।

কুলপি যাওয়ার পথে বিক্ষোভ! তৃণমূলের বিরুদ্ধে কনভয়ে বাধা-'হামলার চেষ্টা'র ভিডিও পোস্ট সুকান্তেরকুলপি যাওয়ার পথে বিক্ষোভ! তৃণমূলের বিরুদ্ধে কনভয়ে বাধা-'হামলার চেষ্টা'র ভিডিও পোস্ট সুকান্তের

English summary
Cong says there will not be 2017 situation in Goa as they are in touch with aap, tmc, mgp on forming Govt after election result comes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X