For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa Election 2022: ফল বেরনোর আগেই নম্বরের খেলা শুরু! কংগ্রেস ও বিজেপির 'অবস্থান' বদলের ৮ পয়েন্ট

Goa Election 2022: ফল বেরনোর আগেই নম্বরের খেলা শুরু! কংগ্রেস ও বিজেপির 'অবস্থান' বদলের ৮ পয়েন্ট

  • |
Google Oneindia Bengali News

বাকি ৪ রাজ্যের সঙ্গে ১০ মার্চ গোয়ার বিধানসভা নির্বাচনের (Goa Election 2022) ফলাফল ঘোষণা। জনমত সমীক্ষার ফলাফল নিয়ে কংগ্রেস (Congress) যেমন সতর্কতা অবলম্বন করছে, অন্যদিকে বিজেপি (BJP) সেই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ। তবে যদি সমীক্ষার ফল সত্যি হয়, তার মোকাবিলার জন্যও দুপক্ষই কাজ শুরু করে দিয়েছে।

 কেউই গরিষ্ঠতা পাবে না, বলছে সমীক্ষা

কেউই গরিষ্ঠতা পাবে না, বলছে সমীক্ষা

নির্বাচন শেষের পরে গোয়া নিয়ে বিভিন্ন সংস্থার করা সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, এবার গোয়ায় কোনও দলই নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবেন না। ৪০ আসনের বিধানসভায় কংগ্রেস এবং বিজেপি উভয়েই ১৫ থেকে ১৬ টি আসন পেতে পারে। এছাড়া আপ এবং তৃণমূল ২ থেকে ৫ টি করে আসন পেতে পারে।

গতবারের ভুল হবে না, বলছেন কংগ্রেস

গতবারের ভুল হবে না, বলছেন কংগ্রেস

২০১৭ সালে গোয়ার নির্বাচনে কংগ্রেস ১৭ টি আসন দখল করেও সরকার গঠন করতে পারেনি গড়িমসির কারণে। বিজেপি ১৩ টি আসন পেলেও তারা ৫ বছর ক্ষমতায় ছিল। এবার কংগ্রেসের তরফে জানানো হয়েছে আগেরবারের ভুল আর হবে না। ফর বেরনোর পরে দুপুরের মধ্যে বিধানসভায় দলের নেতা নির্বাচন করে বিকেলেই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানানো হবে।

 কংগ্রেস প্রার্থীদের সরানো হয়েছে রিসর্টে

কংগ্রেস প্রার্থীদের সরানো হয়েছে রিসর্টে

কংগ্রেস তাদের ৩৭ জন প্রার্থীকে (৩ টি আসনে লড়াই করেছে সহযোগী দল) উত্তর গোয়ার একটি রিসর্টে নিয়ে গিয়েছে। বৃহস্পতিবারে ফল বেরনো না হওয়া পর্যন্ত, তাঁদেরকে সেখানেই রাখা হবে। কংগ্রেসের তরফে গোয়ার ইচার্জ নীনেশ গুণ্ডু রাও বলেছেন সব প্রার্থীদের একসঙ্গে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল বেরনোর পরবর্তী সময়ে সব বিধায়করা একসঙ্গেই থাকবেন।

আলোচনার দায়িত্বে চিদাম্বরম এবং শিবকুমার

আলোচনার দায়িত্বে চিদাম্বরম এবং শিবকুমার

কংগ্রেসের তরফে ছোট দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস, আপ এবং নির্দলদের সঙ্গে আলোচনা চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে পি চিদাম্বরম এবং ডিকে শিবকুমারকে। কংগ্রেসের তরফে বলা হয়েছে, তারা সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেলেও গোয়ায় বিজেপি বিরোধী জোট সরকার তৈরি করা হবে। অন্যদিকে আপের তরফে জানানো হয়েছে কংগ্রেসের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

গোয়ার মুখ্যমন্ত্রী দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

গোয়ার মুখ্যমন্ত্রী দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ন্ত দিল্লিতে রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গোয়ার দলের অবস্থা সম্পর্কে জানাবেন বলে সূত্রের খবর। এরপর প্রমোদ সওয়ন্ত মুম্বই যাবেন, গোয়ার দায়িত্ব প্রাপ্ত নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করতে।

বিজেপির তরফেও আলোচনা

বিজেপির তরফেও আলোচনা

অন্যদিকে বিজেপিও বসে নেই। তারাও ইতিমধ্যে গোয়ায় তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এবং নির্দলীয়দের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, এমজিপি প্রমোদ সওয়ন্তকে মুখ্যমন্ত্রী পদে সমর্থন করবে না। ২০১৯-এ মনোহর পারিকরের মৃত্যুর পরে প্রমোদ সওয়ন্ত মুখ্যমন্ত্রী হলে, সেই সময় এমজিপিকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী পদের দাবি করতে পারে ছোটদলগুলি

মুখ্যমন্ত্রী পদের দাবি করতে পারে ছোটদলগুলি

সূত্রের খবর অনুযায়ী এমজিপিই হোক কিংবা অন্য ছোট দল, তারা বিজেপিকে সমর্থনের প্রশ্নে মুখ্যমন্ত্রী পদের দাবি করে বসতে পারে। আর সংখ্যা না থাকলে সমর্থনকারী দলের দাবি মতো বিজেপি প্রমোদ সওয়ন্তকে মুখ্যমন্ত্রীর পদে নাও বসাতে পারে।

গোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

গোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

জনমত সমীক্ষায় গোয়ায় তৃণমূল ১ থেকে ৫ টি আসন পেতে পারে বলে জানানোর পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই গোয়ায় বিজেপি বিরোধী জোটের ডাক দেওয়া হয়েছে। তৃণমূল সেখানে কটা আসন পায় আর তারা পরবর্তী কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।

English summary
Goa Election 2022: Cong and BJP are conscious about Goa before election result comes out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X