For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa Election 2022: বিজেপির কড়া অবস্থান! ঘর ভাঙতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে দলবদলের প্রস্তাব কেজরিওয়ালের

নির্বাচনের দিন ঘোষণার পরে জোরদার প্রচার চলছে গোয়ায় ( Goa Election 2022)। সেই পরিস্থিতিতে এবার বিজেপির (BJP) ঘর ভাঙাতে প্রস্তাব আপ (AAP) সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। ইতিম

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনের দিন ঘোষণার পরে জোরদার প্রচার চলছে গোয়ায় ( Goa Election 2022)। সেই পরিস্থিতিতে এবার বিজেপির (BJP) ঘর ভাঙাতে প্রস্তাব আপ (AAP) সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। ইতিমধ্যেই তিনি বিজেপির প্রয়াত নেতা মনোহর পারিক্করের (Manohar Parrikar) ছেলে উৎপলকে আপ-এ যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে রেখেছেন। প্রসঙ্গত বিজেপি পানাজি থেকে উৎপলকে এবার টিকিট নাও দিতে পারে বলে শোনা যাচ্ছে।

অমিত শাহের হস্তক্ষেপ

অমিত শাহের হস্তক্ষেপ

এবার তাঁকে টিকিট না দেওয়া হতে পারে এই ইঙ্গিত পাওয়ার পরে উৎপল পারিক্কর নির্দল হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে নিরস্ত্র করার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।
গোয়ায় বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ফড়নবিশ ইতিমধ্যেই বলেছেন, গোয়ায় বিজেপিকে প্রতিষ্ঠা করতে মনোহর পারিক্কর কঠোর পরিশ্রম করেছিলেন। তবে কোনও একজন ব্যক্তি শুধুমাত্র পারিক্কর সাহেবের ছেলে হওয়ার সুবাদে বিজেপি টিকিট পেতে পারেন না বলে জানিয়েছিলেন তিনি। সামর্থের ভিত্তিতে বিজেপিতে প্রার্থীপদ বিবেচনা করার কথা জানিয়েছিলেন তিনি। তবে এব্যাপারে সিদ্ধান্ত একমাত্র দলের সংসদীয় বোর্ড নিতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

কেজরিওয়ালের প্রস্তাব

কেজরিওয়ালের প্রস্তাব

রবিবার সাংবাদিক সম্মেলন করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, তিনি মনোহর পারিক্করকে সম্মান করেন। তাঁর ছেলে যদি আপ-এ যোগ দিতে চান, তাহলে তাঁকে স্বাগত জানানো হবে বলেও মন্তব্য করেছিলেন কেজরিওয়াল। তবে শুধু অরবিন্দ কেজরিওয়ালই শুধু নন, এনসিপির-শিবসেনা-কংগ্রেস জোটও উৎপল পারিক্করকে সমর্থনের প্রস্তাব দিয়ে রেখেছে।

দলবদলের রাজনীতি জোরদার গোয়ায়

দলবদলের রাজনীতি জোরদার গোয়ায়

ক্যান্সার আক্রান্ত হয়ে ২০১৯-এ গোয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের মৃত্যুর পরে উৎপল পারিক্কর পানাজি আসন থেকে উপনির্বাচনের লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও সেই সময় সিদ্ধার্থ কুনকালিয়েঙ্কারকে টিকিট দেয়। ১৯৯৪ সালের পরে প্রথমবার বিজেপি পানাজি আসনটি হেরে যায় কংগ্রেসের কাছে। যদিও বিজয়ী কংগ্রেস প্রার্থী আতানাসিও মনসেরেট কয়েকমাস পরেই ৯জন সহকর্মীকে নিয়ে বিজেপিতে যোগদান করেন।

এবারের নির্বাচনে আপের প্রতিশ্রুতি

এবারের নির্বাচনে আপের প্রতিশ্রুতি

গোয়ায় এবারের বিধানসভা নির্বাচনে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে আপ আদমি পার্টি। ১৮ বছরের ওপরে প্রত্যেক মহিলাকে মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে। সেখানে তারা বলেছেন প্রত্যেক পরিবার ৩০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে পাবে। বকেয়া বিদ্যুৎ বিল মকুব করে দেওয়ার আশ্বাসের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারেও বড় আশ্বাস দিয়েছে আপ। তারা বলেছেন ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। কৃষকদেরও বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। প্রত্যেক পরিবারের একজন করে বেকার যুবককে চাকরি দেওয়া হবে। যতদিন তাঁরা বেকার থাকবে, প্রতিমাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। যেসব মানুষ খনির ওপরে নির্ভরশীল, তাঁরা কাজ ফিরে না পাওয়া পর্যন্ত মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। সরকার গঠনের ছয়মাসের মধ্যে খনি শিল্প পুনরায় চালু করা হবে। চাকরির সুযোগ তৈরি করতে স্কিল ইউনিভার্সিটি গড়ে তোলা হবে।

Weather Update: একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি, জেলাগুলির তাপমাত্রা ১০-এর নিচে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাসWeather Update: একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি, জেলাগুলির তাপমাত্রা ১০-এর নিচে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

English summary
AAP Supremo Arvind Kejriwal has given offer to Utpal Parrikar Son of Manohar Parrikar to join party in Goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X