For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa election 2022: সততার শপথ নিলেন আম আদমির প্রার্থীরা, লঙ্ঘন হলেই আদালতে যেতে পারেন ভোটাররা

Goa election 2022: সততার শপথ নিলেন আম আদমির প্রার্থীরা, লঙ্ঘন হলেই আদালতে যেতে পারেন ভোটাররা

Google Oneindia Bengali News

গোয়া বিধানসভা নির্বাচনে বড় চমক কেজরিওয়ালের। দুর্নীতিমুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেকারণে প্রার্থীদের দিয়ে সততার শপথ পত্রে সাক্ষর করিয়েছেন তিনি। সেই সঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন যদি এই সততার শপথ বাক্য কেউ লঙ্ঘন করেন তাহলে ভোটারদের যেকেউ আদালতে যেতে পারেন।

Goa election 2022: সততার শপথ নিলেন আম আদমির প্রার্থীরা, লঙ্ঘন হলেই আদালতে যেতে পারেন ভোটাররা

অরবিন্দ কেজরিওয়ার বুধবার জানিয়েছেন, তিনি চান তাঁর প্রার্থীরা যেন সততার সঙ্গে সরকার পরিচালনা করতে পারেন। সেকারণে তাঁরা যেন সততার সঙ্গে কাজ করেন সেকারণেই এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেটা যাতে মুখের কথা হয়ে না থাকে সেকারণেই প্রার্থীদের নিয়ে তিনি শপথ পত্রে সাক্ষর করিয়েছিলেন। চার দিনের গোয়া সফরে গিয়েছেন আপ সুপ্রিমো। প্রথম দিন থেকেই জনতার হয়ে তাঁর দল কথা বলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

গোয়ায় শক্তিশালী অবস্থানে রয়েছে আপ। পাঞ্জাবের মতই গোয়ায় ভাল অবস্থানে রয়েছে বিজেপি। গোয়ায় বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেইসঙ্গে দুর্নীতিমুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১৭ সালে গোয়ায় প্রার্থী দিলেও ভাল ফল করতে পারেনি আপ। একটি আসনও জিততে পারেননি তাঁরা। গোয়া বিধানসভা নির্বাচনে এবার তাই কোমর কষেছে আপ। তাই প্রথম থেকেই সুকৌশল পা ফেলছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন গোয়ায় আপ দুর্নীতিমুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই সঙ্গে ঘোষণা করেছে আপ সরকার গড়লে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে গোয়ার মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। সেই সঙ্গে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেছে।

যে দুর্নীতি মুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে মসনদ রক্ষা করেছে আপ সেভাবেই গোয়াতেও সেই অস্ত্রে শান দিতে শুরু করেছে আপ। সেকারণেই প্রথম থেকেই জনতার মন জয়ে দুর্নীতি মুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছে। এবং সেই প্রতিশ্রুতি যে শেষ কথা নয় সেটার প্রমাণ দিতেই প্রার্থীদের দিয়ে সততার শপথ পত্রে স্বাক্ষর করিয়েছেন তিনি। সেকারণেই এই প্রার্থীদের বিশ্বাসযোগ্য করে তুলতে এই পদক্ষেপ করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

English summary
Goa election 2022: AAP candidate sign Loyalty Affidavits for voters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X