For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত গোয়াগামী বিনোদন জাহাজের ৬৬ যাত্রী

করোনা আক্রান্ত গোয়াগামী বিনোদন জাহাজের ৬৬ যাত্রী

Google Oneindia Bengali News

গোয়া : ক্রুজ জাহাজে করোনা আক্রান্ত হয়েছিলেন এক জন। শেষ পর্যন্ত জাহাজে আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকল ৬৬তে। মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ জাহাজে ঘটল এমনই ঘটনা। জাহাজের ৬৬ জন যাত্রী আক্রান্ত হয়েছে করোনায়।

করোনা আক্রান্ত গোয়াগামী বিনোদন জাহাজের ৬৬ যাত্রী

এই জাহাজে প্রথম আক্রান্ত হন এক ক্রু। তারপরেই জাহাজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়ে সালগাঁওকর মেডিকেল রিসার্চ সেন্টার হাসপাতালের মাধ্যমে যেন সমস্ত যাত্রীদের কোভিড পরীক্ষা করায়। পরীক্ষা হতেই আপাতত ৬৬ জনের ফলাফল পজেটিভ এসেছে। ঘটনার কথা টুইট করে জানিয়েছেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে। তিনি লিখেছেন, 'কর্ডেলিয়া ক্রুজ জাহাজের ২০০০ যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যাত্রীদের নামতে দেওয়া হবে কি না।'

আপাতত যতদিন না করোনা পরীক্ষার ফলাফল আসছে, ততদিন জাহাজেই থাকতে হবে এই যাত্রীদের।এখন তাঁরা সমুদ্র উপকূলেই আটকে রয়েছেন। বর্তমানে জাহাজটি মুরমুগাওঁ ক্রুজ টার্মিনালে দাঁড়িয়ে রয়েছে। ওই যাত্রীরা তাদের করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

এদিকে ওমিক্রন ত্রাসের মাঝেই দেশে আচমকা ঊর্ধঅবমুখী হয়েছে করোনা সংক্রমণের গ্রাফও। বর্ষবরণের আগেই গোয়া প্রশাসন জানিয়েছিল, করোনা রিপোর্ট নেগেটিভ না হলে গোয়ায় প্রবেশ করা যাবে না। এও নির্দেশ দেওয়া হয় যে, সিনেমা হল, অডিটোরিয়াম, রিভার ক্রুজ, ওয়াটার পার্ক ও বিনোদন পার্কে মোট দর্শক বা পর্যটকের ৫০ শতাংশের বেশি রাখা যাবে না।

এমন অবস্থাতেই ওই ক্রুজের কোনও যাত্রী করোনাক্রান্ত কিনা, তা জানতে প্রত্যেকের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেয় গোয়া সরকার। তারপরেই এই ঘটনা সামনে এসেছে।

English summary
goa cruise ship 66 people tested positive in covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X