For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যান্সারে আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী, এবার চিকিৎসা শুরু বিদেশে

অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। যা অ্যাডভান্সড স্টেজে রয়েছে। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়।

  • |
Google Oneindia Bengali News

অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। যা অ্যাডভান্সড স্টেজে রয়েছে। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়। মুম্বইয়ের লীলাবতি হাসপাতাল এবং গোয়া মেডিক্যাল কলেজ সূত্রে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে বলে জাবি সূত্রের। বিদেশে যাওয়ার আগে দুই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন পারিক্কর।

ক্যান্সারে আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী, এবার চিকিৎসা শুরু বিদেশে

গোয়ার সরকার এবং বিরোধীপক্ষ সবাই সরকারের কাছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র মারফর জানা গিয়েছে, অগ্ন্যাশয়ের ক্যানসার রয়েছে অ্যাডভান্সড স্টেজে।

১৮ ফেব্রুয়ারি বেশ কিছু সংবাদ মাধ্যমে গোয়ার মুখ্যমন্ত্রী সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছিল। তাতে জানানো হয়েছিল অগ্ন্যাশয়ের ক্যানসারের স্টেজ ফোরে রয়েছে। যদিও পরে হাসপাতাল সূত্রে সেই খবর অস্বীকার করা হয়।

মঙ্গলবার পারিক্করকে লীলাবতি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অফিস থেকে জানানো হয়েছে বুধবার বিকেলের দিকে তিনি আমেরিকায় পৌঁছেছেন পরবর্তী চিকিৎসার জন্য।

১৪ ফেব্রুয়ারি প্রবল পেটের ব্যথায় প্রথমে গোয়া মেডিক্যাল কলেজ হয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে। সেই সময় কারণ হিসেবে ফুড পয়েজনের কথা বলা হয়েছিল। তবে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হওয়ার পর প্যানক্রিয়াটাইটিসের কথা জানানো হয়েছিল। ১৮ ফেব্রুয়ারি মুম্বইতে পারিক্করকে দেখতেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ ফেব্রুয়ারি বাজেটের জন্য গোয়ায় ফিরে এলেও, ফের ২৫ ফেব্রুয়ারি গোয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁকে।

বিজেপির তরফে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছিল। যেহেতু তিনি গোয়ার মুখ্যমন্ত্রী, তাই কংগ্রেসের তরফে পারিক্করের শারীরিক পরিস্থিতি জানানোর দাবি করা হয়। এমন কী গোয়ায় শাসকদলের সহযোগী গোয়া ফরোয়ার্ডের তরফেও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে তথ্য প্রকাশের দাবি করা হয়।

১ মার্চ মনোহর পারিক্করকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর বুধবার সকালে আমেরিকা যাওয়ার আগে পর্যন্ত পারিক্কর বাড়িতেই ছিলেন।

English summary
Goa CM Manohar Parrikar arrives US for theatment of advanced pancreatic cancer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X