For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ওয়েবসাইটে ‘পাকিস্তান জিন্দাবাদ’! রাজনৈতিক মহলে বিতর্ক, নেপথ্যে কাদের হাত

বিজেপির ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে ‘পাকিস্তান জিন্দাবাদ’। সেই পোস্ট নিয়েই তীব্র বিতর্ক বেধেছে রাজনৈতিক মহলে। এই পোস্টের নেপথ্যে কারা, তা নিয়েই যাবতীয় চর্চা।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে 'পাকিস্তান জিন্দাবাদ'। সেই পোস্ট নিয়েই তীব্র বিতর্ক বেধেছে রাজনৈতিক মহলে। এই পোস্টের নেপথ্যে কারা, তা নিয়েই যাবতীয় চর্চা। অভিযোগ, হ্যাকাররা গোয়া বিজেপির ওয়েবসাইট হ্যাক করে এই পোস্ট করেছে। বিজেপি সুত্রে জানা গিয়েছে, সোমবার ওয়েবসাইটটি হ্যাক হয়।

বিজেপির ওয়েবসাইটে ‘পাকিস্তান জিন্দাবাদ’! রাজনৈতিক মহলে বিতর্

বিজেপির আইটি সেলের তরফে আরও জানানো হয়েছে, হ্যাক হওয়া ওয়েবসাইটটি পুরনো। বর্তমানে বিজেপি ওই ওয়েবসাইট ব্যবহার করে না। নতুন ওয়েবসাইটে অ্যান্টি হ্যাকিং সিকিওরিটি করা রয়েছে। ফলে সেটি হ্যাক হওয়ার কোনও সম্ভাবনা নেই। সেই কারণেই এই পুরনো ওয়েবসাইটে করা পোস্ট নিয়ে বিজেপির মাথাব্যথা নেই।

গোয়া বিজেপির সাধারণ সম্পাদক সদানন্দ তনাভড়ে বলেন, যেহেতু আমরা ওই ওয়েবসাইট এখন ব্যবহার করি না, তাই ওই পোস্ট নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হইনি। সাইবার ক্রাইমের কোনও অভিযোগ করিনি। আমরা নিশ্চিন্ত রয়েছি যে, নতুন ওয়েবসাইটে এ ধরনের কোনও অ্যাটাকের কবলে সহজে পড়বে না।

বিজেপির ওয়েবসাইটে ‘পাকিস্তান জিন্দাবাদ’! বিতর্ক তুঙ্গে

তবে রাজনৈতিক মহলে এ নিয়ে চর্চা শুরু হয়েছে। এক শ্রেণি মনে করছে এর পিছনে পাকিস্তানি গ্রুপের কোনও যোগাযোগ থাকতে পারে। বিজেপি সদস্যরা অবশ্য ওয়েবসাইটিকে রিগেন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হ্যাক হওয়া ওয়েবসাইটিতে একটি ইমেল আইডিও দেওয়া রয়েছে। লেখা রয়েছে একটি নাম। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

English summary
Goa BJP’s website has been hacked and posted ‘Pakistan Jindabad’. BJP informs that it is BJP’s old website.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X