For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa Assembly Election Result 2022: গোয়ায় কি আবার বিজেপি সরকার? মুখ্য়মন্ত্রী কে হবেন তা নিয়ে জোর চর্চা

Google Oneindia Bengali News

গোয়া বিধানসভা নির্বাচনে কি বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারবে? নাকি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এবং অন্যদের নিয়ে জোট সরকার গঠনে কিংমেকার হবে তৃণমূল কংগ্রেস জোট? এই প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যাবে কয়েক ঘণ্টার মধ্যেই। তবে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েই চলছে জোর চর্চা।

গোয়ায় কি বিজেপি সরকার? মুখ্য়মন্ত্রী পদ নিয়ে জোর চর্চা

গোয়ায় ম্যাজিক ফিগার ২১। আগেরবারের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ হয়েও সরকার গড়তে পারেনি কংগ্রেস। তাদের চেয়ে কম আসন পেয়েও এমজিপি ও গোয়া ফরওয়ার্ড পার্টিকে নিয়ে সরকার গড়ে ফেলেছিল বিজেপি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এবার এখনও অবধি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে কাছাকাছি পৌঁছে গিয়েছে। ৪০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৮টি, কংগ্রেস ১২টি, তৃণমূল কংগ্রেস জোট ৫টি, আপ ১টি ও অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে রয়েছে।

গোয়ায় এবার যাতে ঘোড়া কেনাবেচা বিজেপি না করতে পারে সেজন্য দক্ষিণ গোয়ার একটি রিসর্টে রাখা হয়েছে কংগ্রেসের প্রার্থীদের। দ্রুত সিদ্ধান্ত নিতে এবং অন্য দলগুলির সঙ্গে সমঝোতায় পৌঁছে সরকার গঠনের দাবি রাখার লক্ষ্যে গোয়াতেই রয়েছেন পি চিদাম্বরম ও ডিকে শিবকুমার। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন গোয়াতেই। ইতিমধ্যেই বিজেপি-বিরোধী সব দলকে একজোট করে সরকার গঠনের পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। আবার অনেকে এটাও মনে করছেন, তৃণমূল কংগ্রেস কংগ্রেস ভেঙে প্রকারান্তরে সুবিধাই করে দিয়েছে বিজেপির। আম আদমি পার্টিও বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ফেভারিট দলকেই সমর্থনের কথা জানিয়েছে।

সকাল থেকেই ভোট গণনা শুরুর পর মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের পিছিয়ে থাকার খবর আসতে থাকে। তিনি সাঙ্কলিম আসনে পোস্টাল ব্যালটের গণনায় পিছিয়ে থাকলেও পরে লিড পেতে থাকেন। বিজেপি সরকার গড়লে বিশ্বজিৎ রানে মুখ্যমন্ত্রী হবেন কিনা তা নিয়েও চর্চা চলছে। তিনি নাকি সাওয়ন্তই ফের মুখ্যমন্ত্রী হবেন সে প্রশ্নের উত্তরে বিশ্বজিৎ নিজে অবশ্য বলছেন, এটা দল ঠিক করবে। তবে গোয়ার মানুষ দুর্নীতিবাজ ও বহিরাগতদের প্রত্যাখ্যান করেছে। গোয়ার মানুষের স্বার্থে যারা কাজ করে তাদেরই বেছে নিয়েছেন এখানকার ভোটাররা। বিজেপি ক্লিন স্যুইপই করবে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের পুত্র পিছিয়ে রয়েছেন, এগিয়ে বিজেপির আতানাসিও। কংগ্রেস দিগম্বর কামাত ও মাইকেল লোবোর মধ্যে কোনও একজনকে মুখ্যমন্ত্রী করতে পারে। তবে এখনও সবটাই নির্ভর করছে যদি-কিন্তুর উপর। তৃণমূল এমজিপির সঙ্গে জোট গড়েছে মূলত কংগ্রেসকে ভেঙেই। এমনকী তৃণমূলের গোয়ার ভূমিকায় অসন্তুষ্ট ছিল আপও। এখন তৃণমূল বা এমজিপির টিকিটে যদি কেউ জেতেনও, তাঁদের কিংবা অন্যদের কাছে টেনে বিজেপি সরকার গঠনে যে মরিয়া থাকবে সেটা বলাই যায়।

English summary
Assembly Election Results 2022 In Five States. Close Fight In Goa But BJP Near Halfway Mark, CM Choice Not Going To Be Easy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X