For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বুথ ফেরৎ সমীক্ষা'য় গোয়ায় ত্রিশঙ্কু, সরকার গড়তে পরিকল্পনা শুরু বিজেপি-কংগ্রেসের

মনহোর পারিক্করের মৃত্যুর পর প্রথমবারের জন্য গোয়া বিধানসভায় বিজেপি লড়াই করেছে৷ বৃহস্পতিবার সে লড়াইয়ের ফল প্রকাশ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরৎ সমীক্ষা যদিও বিজেপিকে বিজয়ী ঘোষণা করতে পারেনি, বরং বুথ ফেরৎ সমীক্ষা বলছে সিংহ

  • |
Google Oneindia Bengali News

মনহোর পারিক্করের মৃত্যুর পর প্রথমবারের জন্য গোয়া বিধানসভায় বিজেপি লড়াই করেছে৷ বৃহস্পতিবার সে লড়াইয়ের ফল প্রকাশ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরৎ সমীক্ষা যদিও বিজেপিকে বিজয়ী ঘোষণা করতে পারেনি, বরং বুথ ফেরৎ সমীক্ষা বলছে সিংহাসনের কাছাকাছি কংগ্রেসই৷

স্বাভাবিকভাবেই ২০১৭-র ভুলের আর পুনরাবৃত্তি ঘটতে দিতে চায় না কংগ্রেস৷ বুথ ফেরৎ সমীক্ষার সন্ধ্যে থেকেই নিজেদের ৩৭ বিধায়ক পদপ্রার্থীজে উত্তর গোয়ার একটি রিসর্টে একসঙ্গে কড়া নিরাপত্তা ও বিধিনিষেধের মধ্যে রাখছে কংগ্রেস৷

যাতে এবারে আর কোনভাবেই ঘোড়া কেনাবেচা না করতে পারে কোনও দল।

কোন দলের কী প্রস্তুতি?

কোন দলের কী প্রস্তুতি?

প্রস্তুতিতে পিছিয়ে নেই বিজেপিও ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ শাওয়ন্ত। এর তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, মোদী তাঁকে বলেছেন গোয়ায় বিজেপির সরকার গঠনের রায় দেবে মানুষ৷ এবং তাঁরা যে সরকার গঠনের প্রস্তুতিও নিচ্ছেন সেটাও জানিয়েছেন শাওয়ন্ত৷ প্রসঙ্গত গোয়ায় বিজেপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ফড়নবিস এবং গোয়ার বিজেপি সভাপতি সদানন্দ তানাবড়ে মুম্বইয়ে একসঙ্গে মিটিং করছেন৷

কোন জোটে কে?

কোন জোটে কে?

প্রসঙ্গত এবার বিজেপি ও আম আদমী পার্টি গোয়ায় একা নির্বাচন লড়েছে৷ অন্য দিকে শিবসেনা এনসিপি জোট করে গোয়ায় ভোট লড়েছে৷ কংগ্রেস জিএফপি-এর সঙ্গে প্রাক-নির্বাচন জোট তৈরি করে নির্বাচন লড়েছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এমজিপি-র সঙ্গে হাত মিলিয়ে লড়াই করেছে।

বিজেপির পারিকর কাঁটা!

বিজেপির পারিকর কাঁটা!

গোয়ায় ক্ষমতাসীন বিজেপি দাবি করেছে যে তারা তাদের আদি ভোটারদের ধরে রাখতে পারবে৷ এক্ষেত্রে তারা পারিকরের রাজনৈতিক উত্তরাধিকার ব্যবহার করেছে। যদিও বিজেপির জন্য একটি সমস্যা হল, বাবার পাঞ্জিম আসনে টিকিট না পেয়ে পারিকরের ছেলে, উৎপল, বিজেপির আতানাসিও মনসেরাত্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

কী প্ল্যান নিচ্ছে কংগ্রেস?

কী প্ল্যান নিচ্ছে কংগ্রেস?

অন্যদিকে শুধু, বিধায়কদের রিসর্টে পাঠিয়ে শান্ত হয়নি কংগ্রেস। কংগ্রেসের অন্যতম প্রবীন নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এবং ডি কে শিবকুমারকে গোয়ার ছোট দল এবং নির্দল প্রার্থীদের সঙ্গে জোট নিয়ে আলোচনার দায়িত্ব পেয়েছে। এমনকি গোয়ায় বিজেপিকে সরিয়ে সরকার গঠনের পরিকল্পনার অংশ হিসেবে কংগ্রেস, মমতার তৃণমূল এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গেও যোগাযোগ রাখছে। প্রসঙ্গত, বাংলা এবং দিল্লিতে টিএমসি ও আপ কংগ্রেসের পরিচিত প্রতিপক্ষ।তবে এ নিয়ে গোয়া প্রদেশ কংগ্রেসের মিঃ গুন্ডু রাও বলেছেন, 'গোয়ায় বিজেপির বিরুদ্ধে লড়াই করা সব দলের সঙ্গে জোট করার জন্য আমরা উন্মুক্ত।তৃণমূল কংগ্রেস এবং আপ বা গোয়াতে বিজেপির বিরুদ্ধে যারা আছে তাদের সঙ্গে জোট করার জন্য আগ্রহী আমরা।'

English summary
Goa Assembly Election: Booth Return Survey in Goa, The BJP-Congress started planning to form a government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X